BRAKING NEWS

সারা বিশ্বের সাথে ত্রিপুরায়ও পালিত ইন্টারন্যাশনাল নার্স ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ আজ ইন্টারন্যাশনাল নার্স ডে৷ সারা বিশ্বের সঙ্গে সংগতি রেখে ত্রিপুরায়ও পালিত হয়েছে ইন্টারন্যাশনাল নার্স ডে৷ জানা গেছে, রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালে ইন্টারন্যাশনাল নার্স ডে পালিত হয়েছে৷ তাছাড়া রাজধানী আগরতলার হাসপাতালেও ইন্টারন্যাশনাল নার্স ডে পালিত হয়েছে৷ জানা গেছে, রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে নার্সরা একত্রিত হয়ে হাসপাতালের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রোগীদের মধ্যে মিষ্টি এবং ফল বিতরণ করেন৷এদিকে রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি শান্তিরবাজার জেলা হাসপাতালেও অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল নার্স ডে৷ জানা গেছে, রবিবার সকালে শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্তব্যরত নার্সরা একত্রিত হয়ে হাসপাতাল পরিষ্কার করেছেন৷

স্বচ্ছতা পালনের পর কর্তব্যরত নার্সদের উদ্যোগে জেলা হাসপাতালের রোগীদের মধ্যেও ফল ও মিষ্টি বিতরণ করা হয়৷ এর পর জেলা হাসপাতালের কনফারেন্স হল-এ একটি সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ জানা গেছে, অনুষ্ঠানে ইন্টারন্যশেনাল নার্স ডে উপলক্ষ্যে ফ্লোরেন্স নাইটিংগেল-এর ১৯৯-তম জন্মদিন উপলক্ষ্যে সকলে মিলে জন্মদিনের কেক কাটেন ও খুদে শিল্পীদের দ্বারা নৃত্য পরিবেশন করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে ডাক্তার শান্তনু দাস নার্সদের ফ্লোরেন্স নাইটিংগেল-এর মতো কাজ করার আহ্বান জানান৷ শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসারত রোগীদের যত্ন সহকারে পরিষেবা দেওয়ার জন্য নার্সদের প্রতি বিশেষ আহ্বান জানান ডা. শান্তনু দাস৷ আজ নার্স ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কর্তব্যরত নার্সরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *