নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির মিত্র রাম বিলাস পাসওয়ান রবিবার রাজস্থানের আলওয়ারে দলিত মহিলার ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন কংগ্রেস এই ঘটনায় নির্বাচনে ফায়দা তোলার জন্য এই অপরাধটি গোপন করছে। রাজস্থানে লোকসভা নির্বাচন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। লোক জনশক্তি পার্টির প্রধান তাঁর বয়ানে বলেন, রাজ্য সরকার এই ঘটনায় যা মন্তব্য করেছেন তা নিন্দনীয়।
পাসওয়ান আরও বলেন, এই মারাত্মক ধর্ষণের অপরাধটি হয়েছে ২৬ এপ্রিল, কিন্তু এটার কেস রেজিস্টার করা হয়েছে ৭ মে যখন রাজস্থানে নির্বাচন শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি’