BRAKING NEWS

রইস্যাবাড়ী সীমান্তে ধৃত তিন বাংলাদেশিকে দশ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ রাজ্যে ধৃত তিন বাংলাদেশিকে ১০ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ তাঁদের ধলাই জেলার রইস্যাবাড়ি থানাধীন সীমান্ত এলাকা থেকে বিএসএফ জওয়ানরা শুক্রবার আটক করেছিলেন৷ বিএসএফ জওয়ানরা তাঁদের রইস্যাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন৷ আজ পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করলে আদালত দশ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷রইস্যাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, সীমান্তে টহলদারির সময় পিলার নম্বর ২২৬৬/২০এস থেকে ২১-এস এর কাছে তিন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন বিএসএফ-এর ১৬৪ নং ব্যাটালিয়নের জওয়ানরা৷ সন্দেহের বশে বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন৷ তাঁরা মুদি দোকানের জিনিসপত্র লুকনোর চেষ্টা করছিল৷ বিএসএফ মুদি দোকানের জিনিসপত্র-সহ তিন বাংলাদেশিকে আটক করে রইস্যাবাড়ি থানার হাতে তুলে দেয়৷


রইস্যাবাড়ি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে ওই তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে৷ তাঁদের নাম নিখিলা চাকমা, নিখিল চাকমা এবং নিরভ চাকমা৷ তাঁদের বাড়ি বাংলাদেশের ভাগড়াছড়ি জেলার পাঞ্চারি থানাধীন মধুমঙ্গল পাড়ায়৷


পুলিশ জানিয়েছে, টানা জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে, রইস্যাবাড়ি থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্যই তাঁরা সীমান্ত ডিঙে এ-পাড়ে এসেছেন৷ তাঁদের কাছ থেকে সাবান, সিগারেট, বোতল, পাউডার, ছাতা ইত্যাদি পাওয়া গিয়েছে৷ পুলিশ আরও জানিয়েছে, তাঁদের কাছ থেকে নগদ ২০ হাজার ৩৩০ টাকা ভারতীয় এবং বাংলাদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে৷পুলিশের কথায়, আজ তাঁদের গন্ডাছড়া এসডিজেএম আদালত তোলা হয়েছিল৷ আদালত তাঁদের দশ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *