গোরক্ষপুর, ১১ মে (হি.স.): সমাজে বিভাজন তৈরি করে উন্নয়নে বাধা দিচ্ছে সপা, বিএসপি এবং কংগ্রেস। শনিবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে গোরক্ষপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত একযোগে সপা, বিএসপি এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে যোগী আদিত্যনাথ বলেন, ‘সপা, বিএসপি এবং কংগ্রেস কখনই উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য ভাবেনি।
প্রকৃত ভাবে উন্নয়নের কথা ভাবলে সমাজে বিভাজন তারা করত না। আগের সরকারের আমলে রাজ্যে দাঙ্গা, গণপিটুনি, ইচ্ছাকৃত ভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটত। সেই সময়ে প্রতিদিন জনগণের অর্থ লুঠ করা হত। এমনকি গরিবদের জন্য খাবারের রেশনও লুঠ করা হত। কিন্তু এখন গোটা উত্তরপ্রদেশজুড়ে আইনের শাসন বলবৎ হয়েছে।’ তিনি আরও বলেন, এমনকি আগের সরকারের আমলে জন্মাষ্টমী উদযাপনে বাধা দেওয়া হত। কিন্তু, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যে এইমস নির্মাণের কাজ চলছে। রামগড় তাল-সহ রাজ্যের একাধিক জায়গায় দ্রুত গতিতে উন্নয়নের ধারা এগিয়ে চলেছে।