আকাশপথে শক্তি বৃদ্ধি, ভারতীয় বায়ুসেনার হাতে হল অ্যাপাচে হেলিকপ্টার

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে শক্তির প্রমাণ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। পরবর্তী সময়ে পাকিস্তানের এফ-১৬ মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়ে গোটা বিশ্বকে চমকে দেয় ভারত। যুদ্ধের সময় আকাশ পথে নিজের শক্তি আরও বেশি বৃদ্ধি করতে শুক্রবার ভারতীয় বায়ুসেনার হাতে এল প্রথম অ্যাপাচে গার্ডিয়েন অ্যাটাক হেলিকপ্টার। যুদ্ধের সময়ে শত্রুপক্ষের যে কোনও আক্রমণের জবাব দিতে সক্ষম অত্যাধুনিক এই হেলিকপ্টার। শত্রুপক্ষের যে কোনও ব্যাঙ্কার, সামরিক ঘাঁটি নিমেষের মধ্যে গুড়িয়ে দিতে পারে এই হেলিকপ্টার।

শুক্রবার আমেরিকায় আরিজোনার মেসায় বোয়িং-এর কারখানা ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল এ এস বুটোলার প্রথম অ্যাপাচে হেলিকপ্টারটি গ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন সরকারের প্রতিনিধিরা। চলতি বছরের জুলাইতে অ্যাপাচে হেলিকপ্টারের প্রথম ব্যাচটি ভারতে আসবে। অ্যাপাচে হেলিকপ্টার চালানো এবং তা রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় বায়ুসেনার কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে এলাবামার মার্কিন সামরিক ঘাঁটিতে| সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন পার্বত্য অঞ্চলে বিশেষ ভূমিকা নেবে এই হেলিকপ্টার। আধুনিকীকরণের দিকে ভারতীয় বায়ুসেনা যে এক কদম এগিয়ে গেল পাশাপাশি আগামী দিনে স্থলবাহিনীর সঙ্গে যদি বায়ুসেনা কোনও যৌথ অভিযানে নামে তখন এই হেলিকপ্টারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল| উল্লেখ্য, অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার ২২টি কেনার জন্য ২০১৫ সালের সেপ্টম্বরে মার্কিন প্রশাসন এবং বোয়িং কোম্পানি সঙ্গে চুক্তি করে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *