BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে জখম হয় তিনজন৷ ঘটনা বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া গ্যাস এজেন্সি এলাকায়৷ আহতদের নাম হরেকৃষ্ণ সাহা (৩৫) বাড়ি চড়িলাম কানাইলাল দেবনাথ (৫৫) বাড়ি জাঙ্গালিয়া সুকল সংলগ্ণ এলাকাতে৷ আর আরেকজনের নাম সজল দেবনাথ৷ তিনি হরেকৃষ্ণ সাহার বাইকেই ছিলেন৷

তার মধ্যে কানাইলালের অবস্থা খুবই আশঙ্কাজনক৷ তার মাথা ও শণীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে৷ হঠাৎ এলাকার মানুষ বিকট একটি শব্দ পেয়ে রাস্তায় এসে এই অবস্থা দেখে খবর দেয় বিশালগড় অগ্ণি নির্বাপক দফতরে৷ জরুরিকালীন কল পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাদের উদধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হরেকৃষ্ণ তার বাইক নিয়ে বিশালগড়ে দিক থেকে চড়িলামের দিকে যাচ্ছিল ও কানাইলাল চড়িলামের দিক থেকে বিশালগড়ের দিকে আসচ্ছল৷ জাঙ্গালিয়া এসেই দুটি বাইকের সংঘর্ষ হয়৷ বাইকগুলিও খুব দ্রুতগতিতে ছিল৷ প্রাথমিক চিকিৎসার পর তাদ্রেদর তিনজনকেই পাঠানো হয় আগরতলার হারপানিয়া হাসপাতালে৷ পুলিশ গিয়ে বাইক গুলিকে উদ্ধার করে বিশালগড় থানার হেফাজতে রাখে৷


এদিকে, রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা এলাকায় খেজুর বাগানে মহাকরণ সংলগ্ণ স্থানে শনিবার একটি যাত্রীবাহী সিটি রাইড বাস ও বালি বোঝাই লরির মধ্যে সংঘর্ষে তিনজন যাত্রী আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সিটি রাইড বাসটি মোহনপুর থেকে আগরতলায় দিকে আসছিল৷ বালি বোঝাই লরিটি আইএলএস হাসপাতালের দিক থেকে আসছিল৷ দ্রুতবেগে চলার সময় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনায় তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *