ভুবনেশ্বর ও বালেশ্বর, ১১ মে (হি.স.): বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা| ওডিশার বালেশ্বর জেলায় খান্দপাড়া স্টেশনের কাছে আগুন ধরে গেল নিউদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের জেনারেটর কামরায়| সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| যাত্রীরা প্রত্যেকেই নিরাপদ রয়েছেন| রেল সূত্রের খবর, শনিবার বালেশ্বের জেলার খান্দপাড়া স্টেশনের কাছে নিউদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের জেনারেটর কামরায় আগুন ধরে যায়| জেনারেটর কামরায় আগুন ধরে যাওয়া মাত্রই ট্রেনের অন্যান্য কামরার সঙ্গে জেনারেটর কামরা আলাদা করে দেওয়া হয়|
রেল কর্মীদের তত্পরতায় খবর দেওয়া হয় বালেশ্বর স্টেশন ম্যানেজারের কাছে| ততক্ষণে আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩৩টি ইঞ্জিন এবং ওডিশা ফায়ার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম| দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| রেল সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|