টোকিও, ১০ মে (হি.স.): ফের ভূমিকম্পের আতঙ্ক জাপান-এ| এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলীয় জাপান| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৬.৩ ও ৫.১| পৃথক ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতাও|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এবং জাপানের আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল ৮.৪৮ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় দক্ষিণাঞ্চলীয় জাপানের উপকূলে| প্রথম ভূমিকম্পের প্রায় ১৯ মিনিট পর ৯.০৭ মিনিট নাগাদ আবারও ভূকম্পন অনুভূত হয় ওই একই অঞ্চলে| দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১|
জাপানের আবহাওয়া দফতর-এর পক্ষ আরও জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮.৪৮ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতা ভূকম্পন অনুভূত হয় দক্ষিণাঞ্চলীয় জাপানের উপকূলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল কিউশু আইল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মিয়াজাকি শহরের উপকূলে, ভূপৃষ্ঠের ২৪ কিলোমিটার গভীরে| শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| এছাড়াও জারি করা হয়নি সুনামি সতর্কতা| ৬.৩ তীব্রতার ভূমিকম্পের কিছু পরই সকাল ৯.০৭ মিনিট ৫.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ওই একই অঞ্চলে|