নয়াদিল্লি, ১০ মে (হি.স.): সুপ্রিম কোর্টের বাইরে অযোধ্যা জমি-বিতর্কের মীমাংসা জন্য মধ্যস্থকারীদের নিয়ে গঠিত প্যানেল তাঁদের রিপোর্ট ইতিমধ্যেই শীর্ষ আদালতে জমা দিয়েছে| অযোধ্যার জমি বিতর্কের মীমাংসার জন্য গত ৮ মার্চ তিন-সদস্যের মধ্যস্থতাকারীদের প্যানেলটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট| ওই প্যানেলের শীর্ষে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এফ এম আই কালিফুল্লা| প্যানেলের অন্য দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পঞ্চু| তিন-সদস্যের মধ্যস্থতাকারী ওই কমিটিকে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল|
অবশেষে শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে শুরু হয় অযোধ্যা মামলার শুনানি| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয় শুনানি| পাঁচ-সদস্যের বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন-বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এস এ নাজির, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়| এদিন অযোধ্যা মামলার শুনানিতে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার স্থায়ী সমাধানের লক্ষ্যে সুপ্রিম কোর্টে অতিরিক্ত সময়ের আবেদন জানায় তিন-সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল| প্যানেলের এই আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট| আগামী ১৫ আগস্ট পর্যন্ত মধ্যস্থতাকারী প্যানেলকে অতিরিক্ত সময় প্রদান করা হয়েছে| এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ‘এখনওপর্যন্ত কতটা অগ্রগতি হয়েছে তা আমরা জানাব না| সমস্তটাই গোপনীয়|’