কলকাতা, ৯ মে (হি.স.) : বৃহস্পতিবার গোসবায় ভোটের প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্ডারীর সমর্থনে এদিন গোসাবার রাঙাবেলিয়া রাজনৈতিক সভা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার সভাপতি সুনীপ দাস সহ জেলা বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা৷ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেন বিপ্লব দেব৷
এদিন বিকেল তিনটে নাগাদ সভা শুরুর কথা থাকলেও বিপ্লব বাবুর হেলিকপ্ঢার গোসাবার মাটিতে অবতরণ করে চারটে নাগাদ৷ বিপ্লব দেবের সভা দেখার জন্য এদিন গোসবা ব্লকের বিজেপি কর্মী সমর্থকরা হাজির ছিলেন সভাস্থলে৷ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লববাবু একের পর এক আক্রমণ করেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি বলেন, এ রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে, গোলাপ তোলাবাজির রাজ চলছে আর এ সবের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বাংলাতে সোনার বাংলা গড়তে বিদেশ থেকে সোনা পাচার করে নিয়ে আসতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে৷
তিনি আরও বলেন, একজন মুখ্যমন্ত্রীর সাথে কিভাবে আরেকজন মুখ্যমন্ত্রীর ব্যবহার করা উচিত সেই প্রটোকল জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণেই আমাকে সভা করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায়৷ দিদি ত্রিপুরা এলে আমি ওনাকে দেখিয়ে দেব কিভাবে একজন মুখ্যমন্ত্রী আরেকজন মুখ্যমন্ত্রীর সাথে ব্যবহার করে৷ আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন বলেই এদিন দাবি করেন বিপ্লব দেব৷ সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন আর বিজেপিকে আটকাতে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছেন বিজেপি কর্মীদের ওপর৷ এদিনও বিজেপি কর্মী সমর্থকরা যাতে সভাস্থলে না আসতে পারেন তার জন্য গাড়ি বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় না হয়ে সিন্ডিকেট দেবী হওয়া উচিত ছিল বলেও কটাক্ষ করেন বিপ্লব দেব৷