জম্মু, ৭ মে (হি.স.): রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা| জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন যাত্রী| ভয়াবহ দুর্ঘটনায় তিনজন যাত্রীর মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন| সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রামবান জেলার উখরাল তেহসিলে| দুর্ঘটনায় নিহতদের নাম হল,মিলাপ সিং, কেশু রাম এবং রাজু সিং| এছাড়াও গুরুতর আহত পাঁচজন যাত্রী হলেন-রেয়াজ আহমেদ (গাড়ির চালক),কল্যাণ সিং, কার্তার সিং, ফ্লাওয়ার সিং এবং হরি ওম| গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে প্রথমে উখরাল পিএইচসি হাসপাতালে ভর্তি করা হয়| পরে তাঁদের রামবান জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার গভীর রাত এগারোটা নাগাদ উখরাল তেহসিলের পোগাল পারিস্তানের সীনাবাট্টি এলাকায় দুর্ঘটনায় কবলে পড়ে যাত্রীবোঝাই একটি গাড়ি| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘অভিশপ্ত’ ওই গাড়ির আরোহী তিনজন যাত্রীর| এছাড়াও আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন| তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|