BRAKING NEWS

ঘূর্ণিঝড় ফণী : ওডিশার মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস

নয়াদিল্লি, ভুবনেশ্বর ও কলকাতা, ৪ মে (হি.স.): ওডিশার মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী| সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন|

ওডিশাকে লণ্ডভণ্ড করার পর পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশ অভিমুখে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘ফণী’| শুক্রবার সকালে পুরীর কাছে ওডিশা উপকূলে আছড়ে পড়ে ‘ফণী’| ‘ফণী’-র তাণ্ডবে লণ্ডভণ্ড পুরী ও ভুবনেশ্বর| ইতিমধ্যেই ওডিশায় ‘ফণী’-র তাণ্ডবে মৃত্যু হয়েছে ৮ জনের| প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা সম্ভবত আরও বাড়তে পারে| আহতের সংখ্যাও প্রচুর| এই পরিস্থিতিতে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এছাড়াও আগামী ৬ মে ওডিশায় যাচ্ছেন প্রধানমন্ত্রী|

শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকজীর সঙ্গে কথা হয়েছে| ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তা প্রদান করা হবে|’ এছাড়াও ওডিশার রাজ্যপাল প্রফেসর গণেশি লালজীর সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী| অপর একটি টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পরশু, ৬ মে সকালে আমি ওডিশা যাচ্ছি|’

ঘূর্ণিঝড় ‘ফণী’-র প্রভাবে আগামী ২৪ ঘন্টা ভুবনেশ্বর বিমানবন্দর থেকে সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে| আর তাই ওডিশার সমস্ত যাত্রীরা এই মুহূর্তে ব্যাঙ্কক-সহ অন্যত্র আটকে রয়েছেন| সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভুবনেশ্বরের বিজু পটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ২৪ ঘন্টা সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ| ভুবনেশ্বর বিমানবন্দরের ডিরেক্টর সুরেশ হোতা জানিয়েছেন, এখনও পর্যন্ত ভুবনেশ্বর বিমানবন্দর থেকে ৪৮টি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো এবং গোএয়ার ছ’টি উড়ান বাতিল করেছে|

ওডিশা তাণ্ডব চালানোর পর পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’| যতটা আশঙ্কা করা হয়েছিল, ততটা তাণ্ডব না দেখালেও ঘূর্ণিঝড় ‘ফণী’-র প্রভাবে পূর্ব মেদিনীপুরের দিঘায় ভেঙে পড়েছে প্রচুর গাছ| তবে, ঝড়-ঝাপটার কবলে পড়তে হয়েছে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিকে| শুক্রবার রাত থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে| একইসঙ্গে অবিরাম বৃষ্টিও হতে থাকে| ঘূর্ণিঝড় ‘ফণী’ পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পর পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় রাজ্যপালকে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী|

রাত তখন ১২.৩০ মিনিট হবে, ওডিশায় শক্ত ক্ষয় করে বঙ্গে ঢুকে পড়ে ‘ফণী’, সেই সময় হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিলোমিটার| আলিপুর আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার পাশ কাটিয়ে আরামবাগ, কাটোয়া হয়ে ‘ফণী’ প্রবেশ করেছে নদীয়ায়| তারপর মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ প্রবেশের পথে ‘ফণী’| শনিবার দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে ‘ফণী’| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ ‘ফণী’-র অবস্থান ছিল কলকাতা থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে|

ফণীর প্রভাবে শনিবার ভোররাতে কলকাতার বেনিয়াটোলা স্ট্রিটে ভেঙে পড়ে টালির বাড়ির চাল| সেই সময় ওই বাড়িতে পাঁচজন ছিলেন, আহত হয়েছেন পাঁচজনই| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| এছাড়াও কাঁকুড়গাছি ও নারকেলডাঙায় গাছ উপড়ে পড়েছে| যাদবপুর, গ্রাহাম রোড ও সার্দান অ্যাভিনিউতে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে| ইতিমধ্যেই পুরসভার কর্মীরা রাস্তা পরিস্কারের কাজে হাত লাগিয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *