নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ লোকসভা নির্বাচনের মাঝেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চায়েত দপ্তরের জনৈক আধিকারীক জানিয়েছেন, জুনের দ্বিতীয় সপ্তাহে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হবে৷ ফলে, রাজ্যের উন্নয়ন কাজ কার্য্যত থমকে যাওয়ারই সম্ভাবনা প্রবল মনে হচ্ছে৷
ওই আধিকারীকের কথায়, মে মাসের মাঝামাঝিতেই পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হবে৷ একইভাবে, জুনের প্রথম সপ্তাহে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে৷ তাঁর মতে, জুনের প্রথম সপ্তাহেই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে জোরকদমে৷
ওই আধিকারীক জানিয়েছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হবে৷ তিনি জানান, আগষ্টের প্রথম সপ্তাহের মধ্যেই ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হবে৷
টানা নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যের উন্নয়ন কাজ কার্য্যত থমকে যাবে৷ এমনিতেই, লোকসভা নির্বাচনের জন্য সারা দেশের সাথে ত্রিপুরাতেও আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে৷ ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আচরণবিধি উঠে গেলেও, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য জুন থেকেই ফের লাগু হয়ে যাবে আচরণবিধি৷ পঞ্চায়েত নির্বাচনের জন্য আগষ্ট পর্যন্ত বলবৎ থাকবে আচরণবিধি৷ স্বাভাবিকভাবে উন্নয়ন কাজ হাতে নেওয়া কোনভাবেই সম্ভব হবে না বলেই মনে হচ্ছে৷
ওই আধিকারীকের কথায়, প্রচুর কাজ নির্বাচনী আচরণ বিধির জন্য আটকে রয়েছে৷ এখন লোকসভা নির্বাচনের পর স্বল্প সময়ে ওই সমস্ত কাজ শুরু করা সম্ভব বলে মনে হচ্ছে না৷ সেক্ষেত্রে, আগস্ট পর্যন্ত উন্নয়ন কাজ হচ্ছে না, সে বিষয়ে কোন সংশয় নেই৷ ফলে, নির্বাচনের কারণে অনেকেই ক্ষতিগ্রস্থ হবেন৷ পঞ্চায়েত দপ্তরের ওই আধিকারীক বলেন, নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতেই হবে৷ কারণ, মেয়াদ সমাপ্ত হওয়ার আগে নির্বাচন না হলে সাংবিধানিক সংকট দেখা দেবে৷ ফলে, এই জটিল পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবে রাজ্য সরকার, তা নিয়ে চিন্তিত রাজ্য মন্ত্রিসভা৷