নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ চাকুরী নিয়ে ভিষণ চিন্তায় পড়েছেন সমগ্র শিক্ষা অভিযানের (এসএসএ) অন্তর্গত চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকারা৷ কারণ, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনে মেয়াদ ফুড়িয়ে গেলেও, ওপেন সুকলের গাফিলতিতে তাঁদের কোর্স সমাপ্ত হয়নি৷ এবিষয়টি ন্যাশনাল ওপেন স্কুলের চেয়ারম্যানের দৃষ্টিতে নিয়েছে এসএসএ শিক্ষকদের সংগঠন৷
সংগঠনের সম্পাদক বাস্তব দেববর্মা জানিয়েছেন, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা মোতাবেক ৩১ মার্চের মধ্যে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যুনতম ৫০ শতাংশ নম্বর সহ দ্বাদশমান উত্তীর্ণ সাইে ডিএলএড কোর্স করা আবশ্যিক৷ কিন্তু, ন্যাশনাল ওপেন স্কুলের গাফিলতির কারণে রাজ্যের প্রায় ৫০ শতাংশ এসএসএ শিক্ষক-শিক্ষিকাদের হাতে এখনো মার্কশিট এসে পৌছায়নি৷ এমনকি ডিএলএড কোর্সও সমাপ্ত হয়নি৷ ফলে, চাকুরী নিয়ে ভিষণ চিন্তায় রয়েছেন ওই শিক্ষক-শিক্ষিকারা৷
বাস্তবের কথায়, সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত প্রচুর চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকা দ্বাদশ মান উত্তীর্ণ বা দ্বাদশের মার্কস ৫০ শতাংশ করার জন্য ওপেন স্কুলে ভর্তি হয়েছিলেন৷ তাতে, ডিএলএড কোর্স একই সাথে করা যাবে তা ভেবেছিলেন৷ যথারীতি ক্লাশে যোগ দেওয়া এবং পরীক্ষাও দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা৷ কিন্তু, অনেকেরই পরীক্ষার ফল এখনো ঘোষণা হয়নি৷ তিনি জানান, দেখা গিয়েছে প্রচুর শিক্ষকের পরীক্ষার ফলাফল আটকে রেখেছে কিংবা তাঁরা পরীক্ষায় অনুপস্থিত বলা হচ্ছে৷ তিনি আরও জানান, অনেকেই বাংলা বিষয়ে পরীক্ষা দিয়েও রেজাল্টে অনুপস্থিত দেখাচ্ছে৷ পাশাপাশি, টিউটর মার্কস সাইনমেন্ট(টিএমএ) এখনো ঘোষণা করেনি ওপেন স্কুল৷ অনেকের টিএমএ অনুপস্থিত দেখানো হয়েছে৷
বাস্তব দেববর্মা বলেন, ৩১ মার্চ সময়সীমা সমাপ্ত হয়েছে৷ কিন্তু, আজ পর্যন্ত এসএসএ চুক্তিবদ্ধ শিক্ষকরা প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের কাগজপত্র সংগ্রহ করতে পারছে না৷ তিনি বলেন, স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়েও এখন প্রচুর শিক্ষিক-শিক্ষিকা ভোগান্তির শিকার হচ্ছেন৷ শুধু তাই নয়, চাকুরী নিয়েও তাঁরা চিন্তায় পড়েছেন৷ তাঁর বক্তব্য, ওপেন স্কুলের চরম গাফিলতির কারণেই এই ভোগান্তি হচ্ছে৷ তাই, ওপেন স্কুলের স্থানীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছিল৷ কিন্তু, কোন সুরাহা আজ পর্যন্ত হয়নি৷
বাস্তব জানিয়েছেন, উপায় না দেখে এখন এই বিষয়গুলি ন্যাশনাল ওপেন স্কুলের চেয়ারম্যানের দৃষ্টিতে নিয়েছি৷ এসএসএ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সমস্ত বিষয় উল্লেখ করে তাঁর কাছে চিঠি পাঠিয়েছি৷ পাশাপাশি, শিক্ষা মন্ত্রী, ওপেন স্কুলের আঞ্চলিক অধিকর্তা এবং সমগ্র শিক্ষা অভিযানের প্রজেক্ট ডিরেক্টরকেও জানিয়েছি৷ তাঁর কথায়, শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে প্রচুর শিক্ষক-শিক্ষিকাদের পথে বসতে হবে৷