প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদী, প্রধানমন্ত্রীকে কটাক্ষ নভজ্যোত সিং সিধুর

আমেঠি, ৩ মে (হি.স.): দেশের মানুষকে ‘ঠকিয়েছেন’ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। উত্তর প্রদেশের আমেঠিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমর্থনে আয়োজিত একটি নির্বাচনী প্রচারসভা থেকে নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিক সিধু। তিনি বলেন, “আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে দেশের মানুষকে ঠকিয়েছেন মোদী, যে ‘আচ্ছে দিন’ আদতে অলীক।”

আমেঠির সভা থেকে কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, গুজরাটবাসী বলে দুর্নীতিতে জড়িত নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেছেন, “শুধুমাত্র আদানি এবং আম্বানির জন্যই ‘আচ্ছে দিন’ এসেছে। নীরব মোদী, মেহুল চোকসি কোটি কোটি টাকা তছরুপ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কারণ, তারা গুজরাটের অধিবাসী। কালো টাকা প্রসঙ্গে তিনি বলেন, “মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কালো টাকা ফিরিয়ে আনবেন। কিন্তু, কোথায় কালো টাকা! সেই টাকা কি আদৌ এসেছে? প্রতিশ্রুতি দিয়েছিলেন ২ কোটি চাকরি দেবেন, কিন্তু একজনকেও চাকরি দিতে পারেননি।” কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে এরপর তিনি বলেন, “আমেঠিতে প্রচুর উন্নয়ন করেছে কংগ্রেস। আমেঠির মানুষ এবার শুধু একজন সাংসদই না, একজন প্রধানমন্ত্রীকেই নির্বাচিত করবেন, কারণ রাহুল গান্ধীই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *