BRAKING NEWS

পুলিশকে মেনেজ করে ফটিকরায়ের বিভিন্ন মেলায় দিনে দুপুরে অবাধে জুয়ার আসর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ মে৷৷ পুলিশকে মেনেজ করে ফটিকরায়ের বিভিন্ন মেলায় দিনে দুপুরে অবাধে জুয়ার ব্যবসা চলছে এলাকার সাধারন মানুষের এমনই অভিযোগের ভিত্তিতে দিন কয়েক আগে উনকোটি জেলার ফটিকরায় থানার থানাবাবুদের বিরুদ্ধে সংবাদ সমপ্রচারিত করেছিল রাজ্যের বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যম৷ যতটুকু খবর এর পরই যেকোন উপায়ে নিজেদের বিরত্ব তুলে ধরতে মেরাথন দৌড় শুরু করে ফটিকরায় থানার খাকি উর্দীধারীরা৷অবশেষে তারা তাদের স্বপ্ণ পূরন করতে সফল হল শুক্রবার৷প্রসঙ্গত উল্লেখ্য গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ফটিকরায় থানার পুলিশ ফটিকরায় থানাধীন কাঠাল ছড়ার প্রভাষ দে এর বাড়ীতে অভিযান চালায়৷

অভিযানে ফটিকরায় থানার পুলিশ তাদের সাফল্য হিসেবে ৫৪০ বোতল অসমের কেরাভিন জাতীয় বিলেতি মদ উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকার মতো বলে জানিয়েছেন ফটিকরায় থানার ওসি বিভাষ রঞ্জন দাস৷ এদিকে বাড়ীর মালিকের ছেলে যে মদের ব্যবসার সাথে জড়িত এবং এই মালের মালিক প্রসেনজিৎ দে নামে বছর ২১ এর যুবককে গ্রেপ্তার করে নিয়ে এসেছে৷ প্রশ্ণের জবাবে প্রসেনজিৎ নিজেই স্বীকার করে সে ইদানিং এই ব্যাবসার সাথে যুক্ত হয়েছে এবং এই মদগুলি অসমের চুড়াইবাড়ী থেকে তাকে দিয়ে গেছে তবে কার কাছ থেকে সে এসব ক্রয় করেছে এব্যপারে মুখ খুলেনি প্রসেনজিৎ৷ যাই হোক এই বিষয়কেই ফটিকরায় থানার পুলিশের বড়সর সাফল্য হিসেবে মেনে নিতে হচ্ছে ফটিকরায়বাসীর৷কিন্তু এখনো পর্যন্ত মালের মূল পাণ্ডা পুলিশের জালে অধরা৷ তবে ফটিকরায় থানার পুলিশের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে খবরের জেরেই ফটিকরায় থানার পুলিশযে মদ বিরোধী অভিযান চালিয়েছে তা পুলিশ না মানলেও মানছেন আমজনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *