ভুবনেশ্বর, ৩ মে (হি.স.) : ফণী ঘূর্ণিঝড়ের দাপটে ওডিশায় ৫ জনের মৃত্যু হয়েছে। ওডিশায় ফণীর দাপটে পাঁচজনের মৃত্যু হয়েছে। কেন্দাপাড়ায় একজন, নয়াগড়ে একজন, পুরীতে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। এবার রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।
সামান্য উত্তরে সরে ফণী দুপুর আড়াইটে নাগাদ উপকূলবর্তী ওডিশার উপর অবস্থান করে। উদ্ধারকাজ ও ত্রাণের জন্য অন্ধ্রপ্রদেশের চারটি জেলায় আদর্শ আচরণবিধি তুলে নিল নির্বাচন কমিশন। ফণীর জেরে পাঁচটি ট্রেন বাতিল করল দক্ষিণ-মধ্য রেলওয়ে। গোপিবল্লভপুরের চুনঘাটি গ্রামে ঝড়ে উড়ে গেল ২৫ টি বাড়ির চাল। জখম এক ব্যক্তি মেদিনীপুরে চাঁদড়া, হোসনাবাদে ভেঙে গেছে ২৫ টি বাড়ি।
অন্যদিকে ফণীর দাপটে উড়ে গেল ভুবনেশ্বরের এইমস হাসপাতালের ছাদের অংশ। তবে হাসপাতালের সব রোগী, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা নিরাপদে রয়েছেন বলেই জানা গিয়েছে। আগামী রবিবার এই হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশনের একটি পরীক্ষা ছিল। ইতিমধ্যেই নোটিশ দিয়ে সেই পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামী ৫ মে হবে ওই পরীক্ষা।
ওডিশার স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ভুবনেশ্বরের এইমস হাসপাতালের জলের ট্যাংক উড়ে গিয়েছে, এসি গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব পরিস্থিতি মোকাবিলা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বয়ে গিয়েছে ওডিশার উপর দিয়ে চালিয়েছে ধ্বংসলীলা। ধ্বংসের সেই বীভৎস সব ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। গত ২০ বছরে এরকম বীভৎস চেহারা দেখেনি ওড়িশা। উল্লেখ্য, ১৯৯৯-এর সুপার সাইক্লোনে ১০,০০০ মানুষের মৃত্যু হয়েছিল।