BRAKING NEWS

কয়লা বোঝাই লরির ভারে ভাঙল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন কাঞ্চনপুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ সতর্কতা তোয়াক্কা না করে অধিক ওজনের লরি ব্রেইলি ব্রিজে (স্টিলের সেতু) উঠতেই বিপত্তি দেখা দেয়৷ সেতু ভেঙে উল্টে যায় লরিটি৷ ফলে, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ হয়ে পড়েছে৷ জানা গেছে, অসমের বদরপুর থেকে কয়লা বোঝাই এএস ০১ ডিডি ৭৫৯৭ নম্বরের ১২ চাকার লরি বৃহস্পতিবার গভীর রাতে কাঞ্চনপুরে যাওয়ার পথে জুরি নদীর উপর ব্রেইলি সেতু ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে৷ স্টিলের সেতুটি লরির অতিরিক্ত ওজন বহন করতে পারেনি৷ ফলে, সেতু ভেঙে ট্রাকটি উল্টে যায়৷


এ বিষয়ে কাঞ্চনপুর থানার ওসি জানিয়েছেন, জুরি নদীর উপর সেতুর এপর ওঠার মুখেই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ সবর্োচ্চ ১৫ টন ওজন বহন করার ক্ষমতা রয়েছে সেতুর৷ কিন্তু, পরীক্ষা করে দেখা গিয়েছে ওই ট্রাকটি কমপক্ষে ৩৫ টন ওজন নিয়ে ব্রিজে উঠেছিল৷ স্বাভাবিকভাবে ক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি ওজন বহন করা সেতুর পক্ষে সম্ভব ছিল না৷ ফলে, ভেঙে পড়েছে৷ ওসি জানান, ট্রাকের চালক ও সহ চালক ঘটনার পর পালিয়েছে৷এদিকে, এই ব্রিজটি ভেঙে পড়ায় কাঞ্চনপুরে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছে৷ কারণ, জলেবাসা থেকে কাঞ্চনপুরে সহজে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল ওই ব্রেইলি সেতু৷
স্থানীয় জনগণের অভিযোগ, বহুকাল ধরে নতুন সেতু নির্মাণের দাবি জানানো হচ্ছে৷ সম্প্রতি বিকল্প সেতু নির্মাণের কাজ শুরুও হয়েছিল৷ কিন্তু, কোনও এক অজ্ঞাত কারণে মাঝ-পথেই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়৷ এখন ওই স্টেল ব্রিজটি ভেঙে যাওয়ায় যাতয়াতে ভীষণ অসুবিধা হবে৷


কাঞ্চনপুর থানার ওসি জানিয়েছেন, ট্রাকটি উপরে তোলার চেষ্টা চলছে৷ প্রয়োজনীয় ক্রেনের অভাবে তা সম্ভব হয়নি৷ এদিকে, পূর্ত দফতরের আধিকারীকরা ব্রীজটি পরিদর্শন করেছেন৷ মেরামত করে পুনরায় সেতুটি যাতায়াতের উপযোগী করে তুলতে কিছুটা সময় লাগবে বলে পূর্ত দফতরের স্থানীয় আধিকারিক জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *