নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে এক প্রতিনিধিদল বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাদের সাথে দেখা করে তরুণীকান্তির বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন৷ তাঁর বিরুদ্ধে রাজনৈতিক দলের সাথে যোগসাজশের অভিযোগও জানানো হয়েছে৷ এদিন নির্মলা সীতারমণের সাথে বিজয় সাম্পলা, বিনয় সহশ্রবুদ্ধি, ওম পাঠক এবং অনিল সোনী নির্র্বাচন কমিশনে গিয়েছেন৷
জানা গেছে, মুখ্য নির্বাচন আধিকারীকের বিরুদ্ধে অভিযোগনামার সাথে ত্রিপুরা মুখ্য সচিবের চিঠি, ত্রিপুরা সির্ভিল সার্ভিস এসোসিয়েশনের বক্তব্য এবং পশ্চিম আসনে বিদায়ী রিটার্নিং অফিসার সন্দীপ মাহাত্মের মুখ্য সচিবকে লেখা চিঠি জুড়ে দিয়েছে বিজেপি৷ মুখ্য নির্বাচন আধিকারীকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে বিজেপি৷