BRAKING NEWS

অস্বাস্থ্যকর ও জঞ্জালে ভরা আগরতলা, পুর নিগমকে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ আগরতলা পুর এলাকার স্বচ্ছতা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব নিগমকে কড়া দাওয়াই দিয়েছেন৷ ত্রিপুরার রাজধানী শহর আগরতলা ভীষণ অস্বাস্থ্যকর ও জঞ্জালে পরিপূর্ণ৷ তাই, অতি শীঘ্র শহরকে জঞ্জালমুক্ত করার উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷


প্রসঙ্গত, আগরতলা শহর স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রয়েছে৷ কিন্তু, শহরকে সর্বাঙ্গ-সুন্দর করে গড়ে তোলার কোনও উদ্যোগ তেমন নেওয়া হয়নি৷ পূর্বে বামফ্রন্ট সরকার এবং বর্তমানে বিজেপি জোট সরকার, উভয় ক্ষেত্রেই শহর আগরতলা পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ অবশ্য মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব পুর নিগমের অনীহাকেই এই সমস্যা জিইয়ে রাখার জন্য দায়ী করেছেন৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবের কথায়, ২০১৮ সালের ৩০ সেপ্ঢেম্বর শহর আগরতলা পরিক্রমা করে এবং শহরের হাল হকিকৎ দেখে পুর নিগমকে শীঘ্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ শুধু তাই নয়, চলতি ইংরেজি বছরের ১৬ জানুয়ারি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, সমস্ত পুর সংস্থাকে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা সুনিশ্চিত করতেই হবে৷ তবুও, শহর আগরতলাকে জঞ্জালমুক্ত এবং পরিচ্ছন্ন করে তুলতে পুর নিগমের অনীহা প্রতি প্রমাণিত হয়েছে৷


মুখ্যমন্ত্রীর দাবি, মেয়র-ইন-কাউন্সিল এবং অন্যান্য কাউন্সিলাররা নিজেদের এলাকায় শহর পরিষ্কার করার জন্য যে-সমস্ত উদ্যোগ নেওয়া উচিত ছিল তা নেননি৷ বরং পুর বাস্তুকাররা কাজ করতে গেলে তাঁরা নানা অজুহাতে বাধা দিয়েছেন৷ তিনি বলেন, পুর নিগমের নিজস্ব আয় মাত্র ২২ কোটি টাকা৷ ফলে, ২০১৮-১৯ অর্থ বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে পুর নিগমকে ৭১ কোটি ৬২ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, উন্নয়নের প্রশ্ণে প্রচুর অর্থ বরাদ্দ সত্ত্বেও পুর নিগম দায়িত্ব পালন করছে না৷ তাই, পুর নিগমকে চরম বার্তা দেওয়া হয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় শহর আগরতলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে না তুললে রাজ্য সরকার কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *