BRAKING NEWS

ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক চারমিনার সৌধের একটি স্তম্ভ, হতাহতের কোনও খবর নেই

হায়দরাবাদ, ২ মে (হি.স.): অকস্মাত্ ভেঙে পড়ল হায়দরাবাদের প্রায় চারশো বছরের পুরনো ঐতিহাসিক চারমিনার সৌধের একটি স্তম্ভ| বুধবার রাতে আচমকাই ভেঙে পড়ে ঐতিহাসিক চারমিনার সৌধের একটি স্তম্ভ| সৌভাগ্যবশত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, ঐতিহাসিক স্তম্ভের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হায়দরাবাদ প্রশাসন সূত্রের খবর, অসমেয়র বৃষ্টির কারণে বুধবার রাতে চারমিনারের চারিদিকে যে চারটি স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটি স্তম্ভের কিছুটা অংশ ভেঙে পড়েছে| এই ঘটনায় কেউ হতাহত হননি|

পুরনো হায়দরাবাদ শহরের প্রাণকেন্দ্র তাজিয়ার আদলে কারুকার্যময় চারমিনার নির্মিত হয় ১৫৯১ সালে| ঐতিহাসিক এই সৌধের এক একটি স্তম্ভের উচ্চতা ৪৮.৭ মিটার| এই সৌধ হায়দরাবাদকে বিশ্বের দরবারে বিশেষ পরিচয় করিয়ে দিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *