বিভীষণদের নিয়ে আর ঘর নয়, স্পষ্ট বার্তা বিপ্লব দেবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ ষড়যন্ত্র চলছে বিজেপির বিরুদ্ধে, তা রাজ্যে অনেক দিন ধরেই দাবি করে আসছেন দলের শীর্ষ নেতৃত্ব৷ আজ এ-বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ তাঁর সাফ কথা, লোকসভা নির্বাচন থেকে অনেক কিছু শিক্ষা হয়েছে৷ তাতে তিনি বুঝতে পেরেছেন, দলের ভেতরেই বিভীষণ রয়েছে ৷ তাই তিনি ঠিক করেছেন, এখন আর বিভিষণ নিয়ে ঘর করবেন না ৷ মঙ্গলবার ঋষ্যমুখে বিজেপি কার্যকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের প্রদেশ সভাপতির বক্তব্যে স্পষ্ট, সমস্ত ষড়যন্ত্রের কড়া জবাব দিতে প্রস্তুতি নিয়েছে শাসক দল ৷


লোকসভা নির্বাচনের আগে থেকেই ত্রিপুরায় বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করছেন, দল এবং সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে৷ ষড়যন্ত্রকারীদের চিহিণত করার কাজ শুরু হলেও, আসল মুখ এখনও বেরিয়ে আসেনি৷ কিন্তু আজ বিজেপি প্রদেশ সভাপতির বক্তব্যে মনে হয়েছে, দলে থেকে দলের বিরুদ্ধে যাঁরা ষড়যন্ত্র করছেন তাঁরা চিহিণত হয়েছেন৷


বিপ্লবের কথায়, লোকসভা নির্বাচন থেকে অনেক কিছু শিখেছি৷ হয়তো, এই নির্বাচন না হলে মানুষ চিনতে আরও অনেক সময় লাগত৷ তাঁর বক্তব্য, বিজেপিতে থেকেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে৷ তবে, ষড়যন্ত্রের বীজ বপন করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী, এই অভিযোগও তুলেছেন বিপ্লব দেব৷ তিনি বলেন, ত্রিপুরায় সম্প্রতি এক জনসভায় রাহুল গান্ধী স্বপ্ণ দেখিয়েছেন, কেন্দ্রে ক্ষমতা বদল হতেই ত্রিপুরায় সরকার পরিবর্তন হবে৷ এ-বিষয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা করে বিপ্লব দেব বলেন, কংগ্রেস এবং কমিউনিস্টরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে৷ ত্রিপুরার মানুষ তাঁদের কখনও ক্ষমা করবেন না৷ তাঁর দাবি, ষড়যন্ত্রকারীদের মুখোশ ত্রিপুরার মানুষই খুলে দেবেন৷ তাঁর কথায়, ব্যক্তিগত লাভের জন্য ত্রিপুরাবাসীকে বার বার কমিউনিস্টদের হাতে তুলে দিয়েছে কংগ্রেস৷ এটাই কংগ্রেসের রাজনৈতিক চরিত্র, কটাক্ষের সুরে বলেন বিপ্লব দেব৷


বিপ্লব আজ বিজেপি কার্যকর্তাদের সতর্ক করে বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকতে হবে৷ তাঁর আশা, দলের কার্যকর্তারাও অনেক কিছু শিখতে পেরেছেন৷ তিনি বলেন, ত্রিপুরায় দল এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার সময় এসে গেছে৷ তাঁর মতে, সরকারেই রয়েছেন ষড়যন্ত্রকারীরা৷ ওঁরা চাইছেন সরকার থেকে বেরিয়ে যেতে৷ বিপ্লবের দাবি, সরকার থেকে বেরিয়ে যাওয়া সহজ নয়৷ তাঁর বক্তব্য, ষড়যন্ত্রের পরিণতির অনেক প্রমাণ অতীতে রয়েছে৷
বিপ্লব দেব বলেন, লোকসভা নির্বাচনের জন্যই সমস্ত বিভীষণদের চিনতে পেরেছেন৷ তাঁর দাবি, দল এবং সরকারের অন্দরেই যে বিভীষণ রয়েছে তা আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছে৷ তাঁর কটাক্ষ, এতদিন চুপ করে ছিলাম৷ এটাকে দুর্বলতা ভাবার চেয়ে বড় ভুল আর কিছুই হতে পারে না, মনে করেন তিনি৷


বিপ্লব আজ বিজেপিকার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে৷ আরও ঐক্যবদ্ধ হতে হবে৷ তবে, সংযম হারালে চলবে না৷ তাঁর দাওয়াই, মানুষ চিনতে শুরু করুন৷ ত্রিপুরাকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে সমস্ত ষড়যন্ত্র ভেদ করে এগিয়ে যেতে হবে৷ তবেই সারা দেশের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলা সম্ভব হবে, বলেন বিপ্লব দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *