পেঁচারথলে নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ ফের এক নাবালিকা গণধর্ষিতা৷ ঘটনাটি ঘটেছে উত্তর জেলার পেঁচারথলের কৃষ্ণনগর এলাকায়৷ এই ব্যপারে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে৷ আরও দুইজন পালিয়ে আত্মগোপন করেছে বলে জানা গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল বিকালে কৃষ্ণনগর এলাকায় চরক মেলার আয়োজন করা হয়েছিল৷ ওই মেলা থেকে বাড়ি ফিরছিল ওই নাবালিকা৷ মেয়েটি একাই বাড়ি ফিরছিল৷ পথে তাকে পাঁচ যুবক আটক করে৷ মুখে চাপা দিয়ে ওই নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় পাশের জঙ্গলে৷ রাতভর ওই নাবালিকাকে দফায় দফায় গণধর্ষণ করেছে ওই পাঁচ যুবক৷ একসময় মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে৷ যুবকরা মনে করেছে ওই নাবালিকা হয়তো মারা গিয়েছে৷ এই অবস্থায় মেয়েটিকে সেখানে ফেলে পালিয়ে যায় পাঁচ যুবক৷ এদিকে, মেয়েটির পরিবারের লোকজন ওইদিন রাতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার কোন হদিশ পায়নি৷ পরদিন সকালে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পর রাস্তার পাশের জঙ্গনে ঘুঙ্গানির শব্দ পেয়ে খোঁজ নিয়ে দেখে ওই মেয়েটি বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে৷ সাথে সাথেই তারা তাকে স্থানীয় হাসপতালে নিয়ে যায়৷ চিকিৎসকরা তাকে ভর্তি করেছে এবং চিকিৎসা শুরু করে৷ মেয়েটির কিছুটা সুস্থ হওয়ার পর ওই পাঁচ যুবকের মধ্যে তিনজনের নাম বলেছে৷ সেই মোতাবেক অভিভাবকরা পেঁচারথল থানায় একটি মামলা করেছেন৷ মামলায় অভিযুক্ত করা হয়েছে রোদনজয় রিয়াং, মনিষ রিয়াং এবং তমনজয় রিয়াংকে৷ তাছাড়াও আরও দুইজন ছিল৷ তাদের নাম ওই নাবালিকা বলতে পারেনি৷ পেঁচারথল থানায় দায়ের করা মামলার নম্বর ১০/১৯৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৭৬(ডি), ৫০৬ ধারায় এবং পক্সো আইন মোতাবেক৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *