প্রকল্পের হিসেব নিতে আসছেন উপজাতি কল্যাণ মন্ত্রকের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ উপজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের হিসেব নিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রকের সচিব দীপক খান্ডেকর৷ তিনি বৃহস্পতিবার রাজ্যে আসবেন৷ রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের সামাজিক প্রকল্পগুলির বাস্তবায়নের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন৷
সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারীকদের নিয়ে দফাওয়াড়ি বৈঠক করবেন তিনি৷ মূলতঃ উপজাতি কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন স্কিমের সুবিধাভোগীদের বিষয়েই খোঁজ খবর নেবেন তিনি৷ অভিযোগে জানা গেছে, উপজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন স্কিমে সুবিধাভাগী বাছাই ও প্রকল্প রূপায়ণে কেলেংকারী হয়েছে৷ এমনও সুবিধাভোগী রয়েছেন যারা ওই প্রকল্পের অধীন ঋণ পাওয়ার যোগ্য নন এমন যুবক যুবতীরা ঋণ পেয়েছেন৷


মূলতঃ কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রকের অধীন নির্দিষ্ট স্কিমের আওতায় রাজ্যে উপজাতি অংশের দুঃস্থ যুবক যুবতীদের ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু, প্রকৃত সুবিধাভোগীর বদলে ঋণ প্রদানে মন্ত্রকের নির্দেশিকা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে৷ বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রকের গোচরে নেওয়া হয়েছে৷ তাই মন্ত্রকের সচিব রাজ্যে আসছেন বলে ধারণা৷ তিনি শনিবার ফিরে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *