BRAKING NEWS

ভোট চলাকালীন দুঃসংবাদ : ছত্তিশগড়ে মৃত্যু পোলিং অফিসারের, ওডিশায় প্রাণ হারালেন বৃদ্ধ

রায়পুর ও ভুবনেশ্বর, ১৮ এপ্রিল (হি.স.): দ্বিতীয় দফার ভোট চলাকালীন দুঃসংবাদ| ছত্তিশগড়ের কাঙ্কেরে একটি বুথের মধ্যেই মৃত্যু হল একজন পোলিং অফিসারের| পেশায় স্কুল শিক্ষক ওই পোলিং অফিসার ভোটগ্রহণ করতে করতেই বুথের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন| হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়| নির্বাচন কমিশন সূত্রের খবর, নির্বাচনী ডিউটি চলাকালীন কাঙ্কেরেরে ১৮৬ নম্বর বুথে হৃদরোগে আক্রান্ত হন ওই পোলিং অফিসার| হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি| পথেই মৃত্যু হয় ওই পোলিং অফিসারের|

অন্যদিকে, ওডিশার কানসামারি বুথে ভোট দিতে এসে মৃত্যু হল এক বৃদ্ধের| ৩৫ বছর বয়সি ওই বৃদ্ধ ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| উল্লেখ্য, দ্বিতীয় দফায় ছত্তিশগড়ের রাজনন্দগাঁও, মহাসামুন্দ এবং কাঙ্কের লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে| অন্যদিকে, দ্বিতীয় দফায় ওডিশার বারগড়, সুন্দেরগড়, বোলাঙ্গির, কান্ধামাল এবং আসকা, এই পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *