ভোট পরিস্থিতির তথ্যে অমিল থাকায় সিইও এবং পঃ রিটার্নিং অফিসারের কাছে জবাব চাইল কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ ভোট পরিস্থিতির তথ্যে অমিল থাকায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের কাছে জবাব চেয়েছে নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, পশ্চিম আসনে ভোটে প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে থাকা তথ্যের সাথে বাস্তবের অনেকটাই ফারাক নজরে এসেছে কমিশনের৷ তাই, কমিশন জবাব তলব করেছে৷

পশ্চিম আসনে ভোট শেষ হওয়ার পর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে বলে দাবি করেছিলেন৷ ভোট শেষে সাংবাদিক সম্মেলনে তিনি পশ্চিম আসনে কোনও গন্ডগোলের খবর জানাননি৷ কিন্তু, মঙ্গলবার পূর্ব আসনে ভোট পিছিয়ে দেওয়ার ঘোষণা হতেই তিনি পশ্চিম আসনেও ভোট প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ সূত্রের খবর, তথ্যের এই ফারাক নির্বাচন কমিশনেরও নজরে এসেছে৷ বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং গোয়েন্দা রিপোর্ট রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আঙুল তুলেছে৷

মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্ব আসনে ভোট পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা৷ পূর্ব আসনে ভোট পিছিয়ে দেওয়ার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক নির্বাচন কমিশনকে সুপারিশ করেছে৷ গোয়েন্দা রিপোর্টও একই কথা বলেছে৷ স্বাভাবিক ভাবেই নির্বাচন কমিশনের সন্দেহ হয়েছে পশ্চিম আসনেও ভোট প্রক্রিয়ায় গলদ রয়েছে, এমনটাই দাবি সূত্রের৷

রাজ্যে বিভিন্ন বুথে ওয়েব কাস্টিং এবং ভিডিও গ্রাফির ব্যবস্থা করা হয়েছে৷ পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ভোট নজরদারির ব্যবস্থা করা হয়েছিল৷ পশ্চিম আসনে অধিকাংশ বুথ এই নজরদারির আওতায় ছিল৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠেছে, ভোট প্রক্রিয়ায় গন্ডগোল হয়ে থাকলে তা কারও নজরে আসেনি কেন? সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারীক পশ্চিম আসনে বক্সনগরে একটি বুথে পুনঃ ভোটের সুপারিশ করেছেন৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, ৮০০ বুথে ওয়েব কাস্টিং এবং ভিডিও গ্রাফির ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে৷

পশ্চিম আসনে ভোট শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসাররা তাদের ডায়েরিতে ভোট সংক্রান্ত সমস্ত রিপোর্ট নথিভুক্ত করে এআরওদের কাছে বন্ধ খামে ওই ডায়েরি জমা দিয়েছেন৷ ভোট প্রক্রিয়ায় কোনও গন্ডগোল হয়ে থাকলে ওই ডায়েরিতে তা উল্লেখ থাকার কথা৷ কিন্তু, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের রিপোর্টে ভোট প্রক্রিয়ায় অসংলগ্ণতা রয়েছে বলে কোনও রিপোর্টের বিষয়ে জানান নি৷ এই রিপোর্ট নির্বাচন কমিশনেও গিয়েছে৷ বাস্তব পরিস্থিতির সাথে প্রিসাইডিং অফিসারের ডায়েরির রিপোর্টের মিল খঁুজে পাচ্ছে না নির্বাচন কমিশন, সূত্র অনুসারে তা জানা গেছে৷ এই অমিল নানা সন্দেহ তৈরি করেছে৷

সূত্রের খবর, পশ্চিম আসনে ভোট প্রক্রিয়ায় গন্ডগোলের বিষয়ে বিভিন্ন ফুটেজ কমিশন ওয়াটস্যাপ এবং ফেইসবুক থেকে সংগ্রহ করেছে৷ এই সমস্ত বিষয় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক এবং পশ্চিম আসনে রিটার্নিং অফিসারের জবাব চেয়েছে কমিশন৷ সূত্রের খবর, যুদ্ধকালীন তৎপরতায় ৮০০ বুথে ফুটেজ পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে৷ কমিশনের জবাব তলবের বিষয়টি মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি অস্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, যে সমস্ত বুথে ভোট প্রক্রিয়া নিয়ে অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *