প্যালেস কম্পাউন্ড এলাকায় বিধবংসী অগ্ণিকাণ্ড, সর্বস্ব ভষ্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বড়সড় এক অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে রাজধানী আগরতলার প্যালেস কম্পাউন্ড এলাকার উত্তরাংশ৷ শনিবার বেলা ১১টা ১৫ মিনিট নাগাদ ভিআইপি রোডের পার্শবর্তী প্যালেস কম্পাউন্ড এলাকার একটি বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় এবং পথ চলতি মানুষ৷ সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন অগ্ণিনির্বাপক কেন্দ্রে৷ খবর পেয়ে আখাউড়া রোডে এলাকার সদর কেন্দ্র থেকে একটি ইঞ্জিন নিয়ে ছুটে আসেন অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা৷ তাঁরা এসেই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন৷ কিন্তু আগুনের ভয়াবহতা দেখে আর তিনটি ইঞ্জিন নিয়ে আসেন দমকলের কর্মীরা৷ চারটি ইঞ্জিনের লাগাতার কসরতে এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে যে বাড়িতে আগুন লেগেছিল, সেই অর্ঘ নাগের বাড়ি পুরোপুরি ছাই হয়ে গিয়েছে৷


অর্ঘবাবুর ঘর ছিল টিনের চাল ও টিনের বেড়া দিয়ে তৈরি৷ ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না৷ এর পাশে চারদিকে রয়েছে সুউচ্চ ফ্ল্যাট৷ আগুন এই ফ্ল্যাটগুলিতে ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে আশঙ্কা করেছিলেন দমকলের কর্মীরা৷
এদিকে বাড়িতে কেউ না থাকায় অর্ঘ নাগের কোনও সামগ্রী বের করা সম্ভব হয়নি৷ সব পুড়ে ভস্ম হয়ে গেছে৷ নিউ ক্যাপিটেল কমপ্লেক্সের অগ্ণিনির্বাপক দফতরের ওসি প্রদীপকুমার দাস জানান, প্রাথমিক তদন্তে তাঁদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে৷ তিনি জানান, চারটি ইঞ্জিন নিয়ে দমসকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি৷ আগুন লাগার ঘটনায় মুহূর্তে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *