কংগ্রেস মিরজাফর, নির্বাচন আসলে বারবার সিপিএমের কাছে বিক্রি হয়ে যায় ঃ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ এপ্রিল৷৷ ধর্মনগর মহকুমা অন্তর্গত কুর্তি কদমতলা ৫৪ নং বিধানসভা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পূর্ব ত্রিপুরা লোকসভা সংরক্ষিত আসনের প্রার্থী রেবতী ত্রিপুরা প্রচারে বিজেপি দলের পক্ষ থেকে বিজয় সংকল্প সমাবেশ আয়োজন করা হয৷ ভারতীয় জনতা পার্টির বিজয় সংকল্প সমাবেশের ভোট প্রচারে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন টিআইডিসি চেয়ারপারসন টিংকু রায় সহ অন্যান্যরা৷ কদমতলা সুকল মাঠে অনুষ্ঠিত হয় এই বিজয় সংকল্প সমাবেশের উপস্থিত ছিলেন নারী পুরুষ সকল অংশের মানুষ টিআইডিসি চেয়ারপারসন টিংকু রায় উনার বক্তব্যে বলেন গত বিধানসভায় এই কেন্দ্রটি বিভিন্ন ছলনা করে সিপিআইএম দল জয় লাভ কবে৷

কিন্তু এবার আমরা কথা দিচ্ছি এই বিধানসভা কেন্দ্র থেকে সবচেয়ে বেশি ভোট ভারতীয় জনতা পার্টি লোকসভা আসনের মনোনীত প্রার্থী ত্রিপুরা কে দেওয়া হবে ৷ তিনি আরো বলেন এই লোকসভা কেন্দ্রে সিপিআইএম দল কংগ্রেস আইডল আইপিএফটি দল যারা যারা এই এখানে মনোনয়ন পত্র দিয়েছে এই পূর্ব আসন লোকসভা কেন্দ্রে তাদের সবার জামানত বাজেয়াপ্ত হবে৷ অন্যদিকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন কংগ্রেস দল হল মীরজাফরের দল কারণ বারবার নির্বাচন আসলে তারা সিপিআইএম দলের কাছে বিক্রি হয়ে যেত৷ সিপিআইএম দল ২০ বছর ত্রিপুরার মানুষকে বঞ্চিত করে রেখে ছিল এই হল সিপিআইএম দল এবং কংগ্রেস দলের ত্রিপুরা রাজ্যের ইতিহাস ভারতীয় জনতা পার্টির দলের নরেন্দ্র মোদি হল সর্বকালের সর্বসেরা প্রধানমন্ত্রী৷ তিনি প্রধানমন্ত্রীকে দেশের আইকন বলে ও পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য রাজ্যের দুটি আসন বিপুল ভোটের ব্যবধানে উপহার দিতে কদমতলা বাসীর নিকট অনুরোধ করেন৷ এদিকে, তিনি ৫৪নং কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের ভোটার দের উদ্দেশ্যে বলেন বিগত বিধান সভা নির্বাচনে টিংকু রায়কে ভোট না দিয়ে যে ঐতিহাসিক ভূল করেছে তার যেন পুনরাবৃত্তি না করেন৷পাশাপাশি সংখ্যালঘু মুসলমানদের নিয়ে সিপিএম যে ঘৃন্য রাজনীতি করেছে তার ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর কোনো মুসলিম মানুষের উপর আঘাত হয়নি৷ তিনি রাজ্য থেকে কেন্দ্র সকল কংগ্রেসী নেতাদের আক্রমণ করে বলেন, এই দলটা পরিবার তন্ত্রে পরিনত হয়েছে ,তাছাড়া অন্যান্য সবকটি আঞ্চলিক দলেরও একই অবস্থা৷সেই জায়গায় একমাত্র বিকল্প বিজেপি৷ যারা দলতন্ত্রে বিশ্বাসী নয়৷এদিকে, তিনি রাজ্যের উন্নয়নের চিত্র টেনে বলেন,একবছরে যা হয়েছে সিপিএম কুড়ি বছরেও তা করে দেখাতে পারেনি৷উল্টো তেরোশ কোটি টাকার ঘাটতি দিয়ে গেছে বিপ্লব বাবুর ঘাড়ে৷বর্তমানে রেশন দোকানের মাধ্যমে বিভিন্ন পন্য সমগ্রী প্রধান করা হচ্ছে এটাই রাজ্যের উন্নয়ন বলেন তিনি৷অন্যদিকে, আজকের এই নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি টিংকু রায়,ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন,জেলা সভাপতি ভবতোষ দাস, সম্পাদক ও মন্ডলের নেতৃত্বরা৷আজকের এই নির্বাচনী জনসভায় হাজার হাজার দলীয় কর্মী সমর্থকদের উপস্তিতি ছিল লক্ষনীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *