ওয়ার্লড স্কিন হেলথ ডে উপলক্ষে সচেতনতামূলক রেলি আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ শনিবার রাজ্যে ওয়ার্লড স্কিন হেলথ ডে উপলক্ষে এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷ চর্মরোগ বিশেষজ্ঞদের উদ্যোগে রেলির আয়োজন করা হয়৷ রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রেলিতে অংশ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম মজুমদার বলেন অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরী৷

কিন্তু এ বিষয়ে মানুষজন সচেতন নন৷ বাজারের যে কোন ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷ ত্বক ফর্সা করার জন্য অনেকেই নানা ক্রিম ব্যবহার করে থাকেন৷ এই প্রবণতা সঠিক নয় বলে তিনি উল্লেখ করেন৷ ত্বক কালো হোক বা সাদা হোক সেটা বড় কথা নয়, বড় কথা হলো স্বাস্থ্য উজ্জ্বল ও সুস্থ ত্বক প্রয়োজন৷ শরীরের ত্বক সম্পর্কে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *