প্রতীমা ভৌমিকের সমর্থনে মহিলা মোর্চার মিছিল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক এর সমর্থনে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে শনিবার রাজধানী আগরতলা শহরের এক মিছিল সংঘটিত করা হয়৷ মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলের মধ্য দিয়ে নারী সংগঠনের শক্তির পরীক্ষা দিয়েছে মহিলা মোর্চা৷

মিছিলে অংশ নিয়ে মহিলা মোর্চার নেত্রীরা বলেন, মাতৃ শক্তি জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ খুবই সময়োপযোগী৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিমা ভৌমিককে মনোনীত করার মধ্য দিয়ে নারীদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়েছে বলেও উল্লেখ করেন৷ নারী শক্তি জাগ্রত করার লক্ষে লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন থেকেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে সংসদ হিসেবে কেন্দ্রে পাঠানোর আহ্বান জানিয়েছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *