নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ শেষ একমাসে দেড় ডজন চুরির ঘটনা ঠল ধর্মনগরে৷ রয়েছে বাইক নিয়ে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইও৷ তাছাড়া কেলেংকারীর ঘটনাও ঘটেছে৷ তাতে বিভ্রান্ত হয়ে পড়েছে ধর্মনগরবাসী৷ বৃহস্পতিবার রাতে শহরের প্রাণকেন্দ্র রাজবাড়ী এলাকা থেকে একটি মোবাইলের দোকনের ছাদ কেটে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মোবাইল হাতিয়ে নিয়েছে চোরের দল৷ একই রাতে পাশের একটি মেকানিকেল দোকান খালি করে সব সামগ্রী নিয়ে গিয়েছে৷

গত সপ্তাহে অফিসটিলার সিনিউ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ছয় লাত লক্ষ টাকার সামগ্রী, ছয় নং ন্যায্য মূল্যের দোকন, স্টার মোবাইল সেন্টার, মনোরমা স্টোরস এগুলি মিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার নগদ এবং সামগ্রী চুরি হয়েছে৷ উল্লেখ্য, সবগুলি চুরিই রাতের বেলা হয়েছে৷ প্রতি রাতেই রাস্তায় পুলিশের টহলদারী থাকে৷ তারপরও এই সব চুরির ঘটনা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে৷
