BRAKING NEWS

আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে শনিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপির বিক্ষুব্ধ সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বিহারের পটনা সাহিব কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে এবার ভোটে লড়বেন রবিশঙ্কর প্রসাদ। এই কেন্দ্রেই পরপর দু-বার ২০০৯ এবং ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি সাংসদ হিসেবে জয়ী হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। কিন্তু, সাম্প্রতিককালে তাঁর কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা হয়েছে প্রচুর। শনিবার নয়াদিল্লিতে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন তিনি। বিহারের পটনা সাহিব কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা হয়েছে এদিন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ও মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার উপস্থিতিতে এদিন কংগ্রেসে যোগ দেন তিনি। জল্পনা চলছিল অনেকদিন ধরেই। সম্প্রতি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। তারপরই অটলবিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রী থাকা শত্রুঘ্ন সিনহা তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। অন্যদিকে, লোকসভা নির্বাচনে বিহারে আরজেডির সঙ্গে মহাজোট হয়েছে কংগ্রেসের। যার জেরে বিহারের ৪০টি আসনের মধ্যে ১৯টিতে প্রার্থী দিচ্ছে আরজেডি এবং ৯টিতে কংগ্রেস। পটনা সাহিব আসনেও কংগ্রেসই প্রার্থী দিচ্ছে। এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম এদিনই ঘোষণা করা হয়েছে। পারিবারিক বন্ধু লালুপ্রসাদ যাদবের পরামর্শ মতোই কংগ্রেসে যোগ দিয়েছেন বলেও আগেই জানিয়েছেন তিনি। কংগ্রেসে যোগদানের পর এদিন শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, “একরাতের মধ্যে আমি এই সিদ্ধান্ত নিইনি। আমি ২৫ বছর ধরে বিজেপির সঙ্গে থেকেছি। বিজেপিতে যেভাবে একনায়কতন্ত্র ছড়িয়ে পড়েছে তার বিরোধিতা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *