BRAKING NEWS

চিনের প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে মৃত্যু দুই শিশুর, আহত আরও দু’জন

বেজিং, ৩ এপ্রিল (হি.স.): দক্ষিণ চিনের হুনান প্রদেশে প্রাথমিক বিদ্যালয়ে ছুরির আক্রমণে মৃত্যু হয়েছে দু’জন শিশু পড়ুয়ার। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৭.১৬ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে, হুনান প্রদেশের নিনগাইউয়ান কাউন্টির বেইজিয়াপিং শহরের ওয়ানকিউয়ান ইলিমেন্টারি স্কুলে। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। সন্দেহভাজন আততায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, বুধবার সকালে হুনান প্রদেশের ওয়ানকিউয়ান ইলিমেন্টারি প্রাথমিক স্কুলে একজন আততায়ী প্রবেশ করে এলোপাহাড়ি ছুরি চালাতে থাকে। ছুরিকাঘাতে দু’জন শিশু পড়ুয়া নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। আহতদের স্কুল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন আততায়ীকে গ্রেফতার করেছে।

সম্প্রতি চিনে শিশুদের ওপর আক্রমণ বেড়েই চলেছে। দুষ্কৃতীরা প্রধানত ছুরি নিয়ে শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মনে করা হচ্ছে, এই ধরণের হামলাগুলি প্রধানত দুষ্কৃতীরা করে থাকে মানসিক অসুস্থতার কারণে কিংবা ব্যক্তিগত কোনও ক্ষোভের ফলে। আর এই ধরনের হামলায় ছুরিকেই অস্ত্র হিসেবে বেছে নেওয়া হচ্ছে, কারণ চিনে বন্দুক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। গত মাসেও চিনে ছুরি নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *