বামেদের হঠাতে চাইছে কংগ্রেস : পি বিজয়ন

তিরুবনন্তপুরম, ৩১ মার্চ (হি. স.) : আসন্ন লোকসভা নির্বাচনে কেরলের ওয়ানাদ কেন্দ্র থেকে রবিবার কংগ্রেস প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই বিরোধীদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। এটিকে বামেদের বিরুদ্ধেই কংগ্রেসের লড়াই বলে নিজেদের ঘাঁটি শক্ত করতে নড়েচড়ে বসছে কেরলের বাম নেতৃত্বও। কংগ্রেসের এই সিদ্ধান্তকে ভালোভাবে না নিয়ে বরং এটিকে চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছে সিপিএম।

উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল বিচার করলে পূর্ব কেরলের ওয়ানাদে খুব একটা ভালো অবস্থায় নেই কংগ্রেস। অন্যদিকে, কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিভেদের রাজনীতি করছে বিজেপি, তাই দক্ষিণে ঐক্যের বার্তা দিতেই এই কেন্দ্রে রাহুল গান্ধীর মতো প্রার্থীকে বেছেছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের এই সিদ্ধান্তকে ভালোভাবে নিচ্ছে না সিপিএম।ওয়ানাদে রাহুলকে প্রার্থী হিসেবে ঘোষণার পর রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, \”রাজ্যের ২০টি আসনের মধ্যে একটিতে লড়াই করছেন রাহুল। একে বড় করে দেখার কোনও কারণ নেই। তবে উনি এমন একটি কেন্দ্র থেকে লড়তে পারতেন যেখানে প্রতিপক্ষ বিজেপি। কিন্তু, মুখে বিজেপির বিরুদ্ধে লড়াই বললেও এটা আর কিছুই নয় বামেদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে কংগ্রেস।\”

ওয়ানাদ আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাত সাংবাদিকদের বলেন, \”রাহুলকে দাঁড় করানোর অর্থ কেরলে বামেদের নিশানা করেছে কংগ্রেস। কেরলে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সিপিএম। জাতীয় স্তরে কংগ্রেসের প্রধান শত্রু বিজেপি। ফলে কংগ্রেসের এই সিদ্ধান্ত কংগ্রেসের বিজেপির বিরোধী লড়াইয়ের প্রতিশ্রুতির পরিপন্থী। ওয়ানাদে রাহুলকে হারাতে জোরদার চেষ্টা চালাবে বামেরা।\”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *