নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ মার্চ৷৷ ফের সন্ত্রাসের অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস৷ রবিবাসরীয় দিনে লোকসভা নির্বাচনকে ঘিরে ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরে প্রচার সেরে ফেরার পথে কংগ্রেস প্রার্থীর র্যালীতে দুসৃকতিকারীরা হামলা চালালে তাতে ৫ জন কংগ্রেস কর্মী আহত হন৷ প্রতিবাদে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে পথ অবরোধ করেন৷ তারপর আর কে পুর থানা ঘেরাও করেন৷ এসডিপিও হিমাদ্রি প্রসাদ দাস ২৪ ঘন্টার মধ্যে দুসৃকতিকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে সুবলবাবু থানা ঘেরাও প্রত্যাহার করেন৷

এদিন সকালে ত্রিপুরায় পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক প্রচারে বের হন৷ উদয়পুরের কাকড়াবন, শালগড়া এলাকা প্রচার শেষে ফেরার পথে দুপুর নাগাদ কালাবন এলাকায় একদল দুসৃকতিকারী তাঁদের উপর হামলা করে৷ দুসৃকতিকারীরা প্রচারের গাড়িটিতে ঢিলও ছুড়ে৷ দুসৃকতিকারীদের অতর্কিত হামলায় ৫ জন কংগ্রেস কর্মী আহত হন৷ তাঁদের আক্রান্ত করে দুসৃকতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে৷
এই ঘটনায় কংগ্রেস প্রার্থীর শরীরে কোন আঘাত লাগেনি৷ আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়৷ জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷
এদিকে, এই হামলার ঘটনার প্রতিবাদে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক কর্মী সর্থকদের নিয়ে প্রথমে পথ অবরোধ করেন৷ এরপর তারা আর কে পুর থানা ঘেরাও করেন৷ বেলা পৌণে ২টা থেকে পৌণে ৩টা পর্যন্ত তাঁরা থানা ঘেরাও করে রাখেন৷ আর কে থানার ওসি সুনীল দাস তাঁদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন৷ অবশেষে এসডিপিও হিমাদ্রি প্রসাদ দাসের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হয় আর কে পুর থানা৷ শ্রী দাস কংগ্রেস প্রার্থী এবং তাঁর কর্মী সমর্থকদের আশ্বাস দেন ২৪ ঘন্টার মধ্যে দুসৃকতিকারীদের গ্রেপ্তার করা হবে৷ পাশাপাশি, প্রার্থী এবং কংগ্রেস কর্মী সমর্থকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে আর কে পুর থানা ঘেরাও তুলে নেন সুবল ভৌমিক৷
এদিকে, সুবল ভৌমিক এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচনে সন্ত্রাস করে জেতার কৌশল নেওয়া হয়েছে৷ তাই, বিরোধীরা বারে বারে আক্রান্ত হচ্ছেন৷ তিনি বলেন, ভোটের ফলাফলে এর জবাব দেবে কংগ্রেস৷

