পৃথক ভাবে ভোটে লড়াই এমএসিএবি সংগঠনে ভাঙ্গন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজ্যের আঞ্চলিক উপজাতি সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচনে লড়াই করার উদ্যোগ গ্রহণ করেছিল৷ এই লক্ষ্যকে সামনে রেখে গঠন করা হয়েছিল এম এ সি এ বি নামে একটি নতুন সংগঠন৷ উপজাতি ভিত্তিক সবকটি ঐক্যবদ্ধ করাই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য৷ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এই সংগঠনেরই অন্তর্ভুক্ত৷ এম এ সি এ বি একটি অরাজনৈতিক সংগঠন হলেও উপজাতিদের বৃহৎ স্বার্থের কথা মাথায় রেখে রাজনৈতিক পথেই পা বাড়িয়েছে৷ নতুন এই সংগঠনের নেতৃবৃন্দ দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে একটি চুক্তিও স্বাক্ষর করেছিল৷ চুক্তিতে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার সার্বিক উন্নয়নের বিষয়গুলো উল্লেখ রয়েছে৷

কেন্দ্র থেকে সরাসরি ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের জন্য অর্থ বরাদ্দ করা, ককবরক ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা সহ অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ এম এ সি এ বি নেতারা দিল্লিতে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তারা প্রয়োজনে কংগ্রেসকে সমর্থন জানাবে৷ কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আই এন পি টি দল৷ এর ফলে এম এ সিএবি সংগঠনে ভাঙ্গন শুরু হয়ে গেছে৷ যৌথ সংগঠনের অঙ্গন ছেড়ে পৃথকভাবে আই এন পিটির প্রার্থী ঘোষণা করার মধ্য দিয়ে তার প্রমাণ মিলেছে৷ এসব বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এম এস সি এ নেতা অনিমেষ দেববর্মা এ ব্যাপারে স্পষ্টীকরণ দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *