চাকলা রোশনাবাদ ত্রিপুরাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালো রাষ্ট্রীয় সাতকথা সমাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ এবার চাকলা রোশনাবাদ ত্রিপুরাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালো রাষ্ট্রীয় সাতকথা সমাজ। সংগঠনের অফিসস্থিত  কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতা জ্যোতির্ময় ঘোষ। সবকটি রাজনৈতিক দলকে লোকসভা নির্বাচনের ইশতেহারে এই ইস্যুটি প্রাধান্য দেওয়ার জন্য দাবি জানিয়েছে সংগঠন। রাষ্ট্রীয় সাত কথা সমাজ দাবি করেছে চাকলা রোশনাবাদ ছিল ত্রিপুরার মহারাজার। ত্রিপুরা কে ভারত ভুক্তির সময় মহারানী কাঞ্চন প্রভাদেবী যে মার্জার এগ্রিমেন্ট করেছিলেন তাতে চাকলা রোশনাবাদ দিয়ে দেন নি। বর্তমানে ওই জায়গা বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে। সেই জায়গা ত্রিপুরাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন। তারা আরো বলেন চাকলা রোশনাবাদ এ যারা বসবাস করছিলেন তারা প্রত্যেকেই মহারাজের প্রজা ছিলেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এ ধরনের দাবি তুলে আরও একটি নতুন ইস্যু সামনে তুলে ধরা হলো। 
বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে ত্রিপুরায় শিক্ষাব্যবস্থাকে গৈরিকীকরণ করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠন এস এফ আই। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ক্রমশ কমানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

রাজ্যের স্কুল কলেজগুলোতে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ছাত্র সংগঠন এসএফআই নতুন ভোটারদের বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে। শুক্রবার ছাত্র-যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন বিজেপি আইপিএফটি জোট সরকার আমলে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। শিক্ষা খাতে বর্তমান সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেনি। বরং অর্থ বরাদ্দ কমানো হয়েছে। এ ধরনের মানসিকতা শিক্ষা ক্ষেত্রে চরম বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা ব্যক্ত করেছে ছাত্রসংগঠনটি। বিভিন্ন ক্ষেত্রে ছাত্ররা স্কলারশিপ পর্যন্ত পাচ্ছে না বলেও অভিযোগ করা হয়। শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থান এখন সোনার কাঠির হয়ে গেছে বলেও তারা উল্লেখ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিক্ষিত বেকারদের পানের দোকান খুলতে পরামর্শ দিয়ে মশকরা করছেন বলেও অভিযোগ করা হয়। দেশের ছাত্র যুব সমাজ ও সাধারণ মানুষ জনকে ধর্মের নামে জাতপাতের নামে বিভাজিত করার অপপ্রয়াস চালাচ্ছে। বিজ্ঞানের জায়গায় অবৈজ্ঞানিক চিন্তাধারাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়। লোকসভা নির্বাচনে ছাত্র যুব সমাজকে এর যোগ্য জবাব দিতে আহ্বান জানিয়েছে ছাত্র সংগঠন এস এফ আই। রাজ্যের দুটি আসনেই বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে বিজেপি আইপিএফটি জোট সরকারকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *