সিপিএমের ডুকলি অফিসে দুসৃকতিদের হামলা ও ভাঙচুর, দিনভর ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ রাজ্যে লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সিপিআইএম নেতৃবৃন্দ৷ বৃহস্পতিবার ডুকলি সিপিআইএম পার্টি অফিসে হামলা ও ভাঙচুর চালায় একদল দুষৃকতী৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এ ব্যাপারে পার্টির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ এলাকার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে পুলিশ৷ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তার যে রাজনৈতিক কার্যকলাপ বেড়ে চলেছে৷ স্বাভাবিক কারণেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় বেড়ে চলেছে৷ বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল আমতলীতে নেতা-কর্মী-সমর্থকরা পার্টি অফিসে মিটিং এর জন্য যাচ্ছিলেন৷ তখন ঐ তাদের ওপর হামলা চালায় একদল দুষৃকতী৷ পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷ ঘটনার খবর পেয়ে ছুটে যান৷ লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সাংসদ শংকর প্রসাদ দত্ত এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ তিনি অভিযোগ করেন লোকসভা নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য শাসকদল চেষ্টা চালাচ্ছে৷ তারা রাজ্যের গণতন্ত্রকে ধবংস করার চক্রান্ত করছে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার কেন্দ্র এবং রাজ্যের কোন ইতিবাচক কাজ করেনি বলে তিনি অভিযোগ করেন৷ এ অবস্থায় মানুষকে কথা বলার সুযোগ দেওয়া হলে মানুষের যোগ্য জবাব দেবেন৷ সেই বিচি থেকে তারা এ ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী কার্যকলাপ শুরু করেছে বলে অভিযোগ করেন শংকর প্রসাদ দত্ত৷ এ বিষয়ে ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্য নির্বাচন আধিকারিক এর কাছে অভিযোগ জানানো হবে বলেও তিনি জানান৷
দুষৃকতিকারীদের চিহ্ণিত করে অবিলম্বে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷ডুকলি সিপিআইএম পার্টি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে৷ এসডিপিও অজয় কুমার দাস ও ঘটনাস্থলে ছুটে আসেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *