মুজাফফরনগর, ১৪ মার্চ (হি.স.): আর মাত্র কিছুদিন পরই লোকসভা নির্বাচন| লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকেই উত্তর প্রদেশ জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ-প্রশাসন| এবার উত্তর প্রদেশের মুজাফফরনগরে একটি গাড়ি থেকে ৭ লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ| সার্কেল অফিসার যোগেন্দ্র সিং জানিয়েছেন, বুধবার মুজাফফরনগর জেলার নিউ মান্ডি থানা এলাকায় একটি গাড়িকে আটক করা হয়| ওই গাড়ি থেকে হিসাব বহির্ভূত ৭ লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়েছে| গাড়ির চালক নগদ টাকা সম্পর্কিত কোনও কাগজপত্র দেখাতে পারেননি, এরপরই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়|
পদস্থ ওই পুলিশ কর্তা জানিয়েছেন, নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর পাঁচ হাজারের বেশি টাকা বহন করার জন্য সঠিক কাগজপত্র কাছে রাখতে হয়| কাগজপত্র না দেখাতে পারলেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়| প্রসঙ্গত, গোটা দেশে মোট সাতটি দফায় লোকসভা ভোট হবে| ভোটগ্রহণ শুরু হবে ১১ এপ্রিল থেকে| শেষ দফার ভোটগ্রহণ হবে ১৯ মে| সপ্তদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২৩ মে|