ভোটের মুখে পুরনো দাবী নিয়ে কৈলাসহরে সরব হচ্ছে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য রণকৌশন স্থির করতে কৈলাশহর পাইতোর বাজারে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহার বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিরাজিত সিনহা সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন৷

সভায় সভাপতিত্ব করেন ঊনকোটি জেলার কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান৷ এছাড়া উপস্থিত ছিলেন এস এস সির সম্পাদক ভট্টাচার্য, মহিলা কংগ্রেস নেত্রী জয়দানি ত্রিপুরা প্রমুখ৷ লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে দলীয় প্রার্থীকে জয়ী করার রণকৌশল স্থির করা ছাড়াও স্থানীয় বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ কৈলাশহর বিমানবন্দর সংস্কার করা ছাড়া অন্যান্য বেশ কিছু দাবি নিয়ে কংগ্রেস দল আন্দোলনে সামিল হবেন বলে জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *