নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ভিজন ডকুমেন্টের নামে ত্রিপুরাবাসীর সঙ্গে বিজেপি প্রতারণা করেছে বলে অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস। দলের প্রদেশ সভাপতি পীযূষ বিশ্বাস মনে করেন, বিজেপি-শাসিত রাজ্য সরকারের এক বছর পূর্ণ হতেই মানুষ তা বুঝতে পারছেন।

রবিবার সন্ধ্যায় আগরতলায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে পীযূষ বিশ্বাস আরও বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন। একইভাবে ২০১৮ সালে ত্রিপুরাবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছিলো বিজেপি। তবে মাত্র এক বছরেই রাজ্যের মানুষ অনুভব করতে পেরেছেন বিজেপি যে কত বড় জুমলাবাজ। তাই দলে দলে মানুষ আবার কংগ্রেস দলে ফিরে আসছে বলে দাবি করেছেন বিশ্বাস।
তিনি এদিন সংবাদিক সম্মেলনে ২৯১৮ সালের বিজেপি-র ভিজন ডকুমেন্ট নিয়ে এসে তা পাঠ করে এক এক করে রাজ্য সরকারকে প্রশ্ন করেন। বলেন, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে বলে ভিজন ডকুমেন্টে বলা হয়েছিল। কিন্তু ৫০ হাজার সরকারি পদ খালি থাকলেও এগুলোর একটিও পূরণ করা হয়নি। সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেওয়া হবে বলা হয়েছিল, বাস্তবে তার নামেও জুমলা করা হচ্ছে। প্রতিটি যুবককে স্মার্টফোন দেওয়ার কথা ছিল।
এখন অন্য কথা বলা হচ্ছে। সামাজিক ভাতা সাতশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হবে বলা হয়েছিল। এখন মাত্র তিনশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে, তা-ও আবার অনেক মানুষকে ভাতা প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমজিএনরেগায় শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর কথা বললেও এখন পর্যন্ত তা হয়নি। সরকার মানুষদের জন্য অর্থ খরচ না করলেও সাধারণ মানুষের টাকায় ব্যাপকভাবে সরকারের সাফল্য হচ্ছে বলে প্রচার করা হচ্ছে।
পীযুষ বিশ্বাস বলেন, বিজেপি মাত্র এক দশমিক পাঁছ শতাংশ থেকে হঠাৎ করে গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে, তা কংগ্রেসের ভোটেই হয়েছে। দীর্ঘ বছর কংগ্রেস রাজ্য থেকে বামফ্রন্টকে হটানোর জন্য কাজ করেছে। হঠাৎ করে মানুষ বিজেপি-কে ভরসা করেছিলেন। কিন্তু এখন তাঁরা তাঁদের ভুল বুঝতে পারছেন। তাই তাঁরা আবার কংগ্রেসে চলে আসছেন। রাজ্য সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে আগরতলার আস্তাবল ময়দানে বিশাল অনুষ্ঠান করার কথা প্রথমে ভাবলেও পরে তাঁরা বুঝতে পারেন, এই অনুষ্ঠানে মাঠ ফাঁকা থাকবে। মানুষ আসবে না। তাই তাঁরা রবীন্দ্র ভবনের সামনে রাস্তায় ছোট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠান করেছেন।

