কংগ্রেস ও সিপিএমের আসন সমঝোতা, হস্তক্ষেপ রাহুল-ইয়েচুরির

নয়াদিল্লি, ৯ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএমের আসন সমঝোতা নিয়ে খোঁদ রাহুল গান্ধী এবং সীতারাম ইয়েচুরিকে হস্তক্ষেপ করতে হচ্ছে৷ মূলত, পঃবঙ্গে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনে সিপিএম প্রার্থী দেবে বলে ঘোষণা দেবে বলেই প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ দলের হাই কমান্ডের দারস্থ হয়েছেন৷ কারণ, রায়গঞ্জ সিপিএমের ও মুর্শিদাবাদ আসন কংগ্রেসের দখলে রয়েছে৷ ফলে, যেতা আসনে সিপিএম- কংগ্রেস একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলে লোকসান হতে পারে আশঙ্কা করছেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ৷

সূত্রের খবর, পঃবঙ্গে আসন সমঝোতা নিয়ে জটিলতায় এআইসিসি সভাপতি রাহুল গান্ধী এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আলোচনা করেছেন৷ শুধু তাই নয়, আলোচনায় আসন নিয়ে রফা হয়েছে বলে দাবি সূত্রের৷

সূত্রের বক্তব্য, রাহুল গান্ধী এবং সীতারাম ইয়েচুরির মধ্যে আলোচনা হওয়ার পর পঃবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এআইসিসি সভাপতি৷ সূত্রের দাবি, প্রদেশ কংগ্রেস নেতা এবং রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী দীপা দাশমুন্সির সাথে আলোচনার পর ঠিক হয়েছে ওই দুই কেন্দ্রে প্রার্থী দেবেনা কংগ্রেস৷ তবে, মুর্শিদাবাদ আসনের বিজয়ী প্রার্থী অধীর চৌধুরী কংগ্রেসের এই সিদ্ধান্তে অসন্তোষ্ট হয়েছেন বলে সূত্র অনুূসারে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *