আগর কাঠ সহ ধৃত চার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ বাংলাদেশে পাচার করার সময় বিএসএফ-এর হাতে ধরা পড়েছে চার আগর কাঠ পাচারকারী৷ বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তারকপুর এলাকায় কাঁটাতারের বেড়ার এ-পাড় থেকে তাদের আটক করা হয়েছে৷ ভারতের আগর গাছ কেটে বাংলাদেশে পাচারের পথে চার চোরাকারবারিকে চোরাইবাড়ি বন দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ পরে আইনি বলে এদের চোরাইবাড়ি থানায় সমঝে দিয়েছে বন দফতর৷ আটক চার আগর পাচারকারীকে কদমতলার সামসুল হক, আমিনুল হক, নজরুল হক এবং ফকুল হক বলে পরিচয় পাওয়া গেছে৷

কদমতলা থানার ওসি দেবজিৎ চট্টোপাধ্যায় জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় ১৩/১৯ নম্বরে মামলা রুজু করেছে৷ শুক্রবার ধৃতদের ধর্মনগর আদালতে সোপর্দ করা হয়৷ আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *