ফের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৭ মার্চ৷৷ রাজ্যে যান সন্ত্রাসের হার ক্রমশ উর্ধমুখী৷ প্রতিদিনই ঘটে চলেছে ছোট বড় যান দূর্ঘটনা৷ আর তাতে প্রানহানিও ঘটছে৷ দূর্ঘটনা এড়াতে রাজ্য পুলিশের উদ্যোগে ঘটা করে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন সহ বিভিন্ন সচেতনতা মূলক সেমিনার করা হলেও যান দূর্ঘটনায় রাশ টানা সম্ভব হচ্ছেনা কিছুতেই৷

বুধবার রাতে ফের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই বাইকের চালক৷ ঘটনার বিবরনে জানা টিআর-০২-এফ-৫৭৬৩ নম্বরের একটি বাইক কুমায়ঘাট থেকে ফটিকরায়ের উদ্দেশ্যে যাচ্ছিল৷ উল্টো দিক থেকে কুমারঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল টিআর-০২এফ-৫১৫২ নম্বরের অপর একটি বাইক৷ নিদেবি এলাকার ইট ভাটার সামনে আসতেই দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে৷ সংঘর্ষের ফলে দুই বাইকের চালক বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন৷ তাতে আহত হন দুই বাইকের চালক কৃপেশ শীল ও ব্রজেশ দেবনাথ৷ ঘটনার পর স্থানীয়রা ভীড় জমান ঘটনাস্থলে এবং আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমারঘাট হাসপাতালে৷

এই ঘটনার প্রত্যক্ষদর্শী জনৈক ব্যাক্তি জানান দুইটি বাইকের গতি অত্যাধিক থাকার ফলেই এই দূর্ঘটনা ঘটেছে৷ অন্যদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে বলে জানান কুমারঘাট হাসপাতালের চিকিৎসক হৈমবতী পাল৷ এভাবে ক্রমাগত যান দূর্ঘটনা বেড়ে চলায় চিন্তিত সচেতন মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *