অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে মধ্যস্থতাকারী নিয়োগ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : অযোধ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। তিন সদস্যের মধ্যস্থতাকারীর প্যানেল তৈরি করল শীর্ষ আদালত। রাম মন্দির-বাবরি মসজিদ মামলায় এই মামলায় মধ্যস্থতা করার কথা জানাল শীর্ষ আদালত।

শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। তিনজনের প্যানেলে থাকছেন শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রীরাম পঞ্চু ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম কালিফুল্লা।

জানা গিয়েছে, এই মধ্যস্থতার পুরো কাজটি হবে একেবারে গোপনে। সেখানে কোনও সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফৈজাবাদে হবে সেই মধ্যস্থতার কাজ।

আগামী চার সপ্তাহের মধ্যে আলোচনা শুরু করতে হয়ে ও আট সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

অযোধ্যার ২.৭৭ একর জমি জুড়েই এই বিতর্ক। যেখানে মুঘল সম্রাট বাবরের আমলে একটি মসজিদ তৈরি করা হয়েছিল। সেটাই বাবরি মসজিদ নামে পরিচিত হয়। হিন্দুত্ববাদীদের দাবি ছিল, এই মন্দির আসলে রাম জন্মভূমির উপর তৈরি হওয়া প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের উপরেই তৈরি হয়েছিল।

১৯৯২ -তে সেই মসজিদ ভেঙে দেওয়া হয়। সেখানে নতুন করে রাম মন্দির তৈরির দাবি ওঠে। হিন্দুত্ববাদীদের দাবি, অবিলম্বেই সেখানে মন্দির তৈরি করতে হবে। বারবার বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অযোধ্যায় গিয়ে মন্দির তৈরির আশ্বাস দিয়ে এসেছে। এই মধ্যস্থতা থেকেই সেই সম্ভাবনার বিষয়টি উঠে আসবে। এদিকে, লোকসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাদে। তাই তার আগে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ।