দ্বাদশ ও মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ঃ পর্ষদ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ দ্বাদশ ও মাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে৷ ফলে, বিগত বছরের মতো উত্তরপত্র মূল্যায়ণে জটিলতা হবে না৷ আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা একথা জানান৷

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ৪৬,৫৮৫ জন৷ এদের মধ্যে ছাত্র ২১,৭৩৯ জন এবং ছাত্রী রয়েছে ২৪,৮৪৬ জন৷ মাদ্রাসা পরীক্ষার্থী রয়েছে ৬৫ জন৷ মোট ৭৬টি পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত ১৫১টি বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে৷ জম্পইজলার শ্রীনগর গাবর্দি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং উদয়পুরের গর্জিবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে৷ নতুন সিলেবাসযুক্ত মাধ্যমিক পরীক্ষা গত ২ মার্চ শুরু হয়েছে৷ চলবে ২০ মার্চ পর্যন্ত৷ এছাড়া পুরনো সিলেবাসে মাধ্যমিক পরীক্ষাও ২ মার্চ শুরু হয়েছে, শেষ হবে ২৮ মার্চ৷ আলিম (নতুন) এবং আলিম (পুরনো) পরীক্ষাও ২ মার্চ শুরু হয়েছে৷ চলবে ৩ এপ্রিল পর্যন্ত৷

তিনি জানান, উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী রয়েছে ২৭,২০৪ জন৷ এদের মধ্যে ছাত্র ১৩,৯৪০ জন এবং ছাত্রী ১৩,২৬৪ জন৷ মাদ্রাসা ফাজিল (থিওলোজি ও আর্টস) পরীক্ষায় ছাত্র-ছাত্রী রয়েছে ১৯ জন৷ রাজ্যে মোট ৫৯টি কেন্দ্রের ৮১টি বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে৷ আমবাসার চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং রাজনগরের রাজনগর কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবার প্রথম উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে৷ উচ্চতর মাধ্যমিক পরীক্ষা গত ১ মার্চ শুরু হয়েছে৷ চলবে ৩ এপ্রিল পর্যন্ত৷ তাছাড়া ফাজিল (থিওলোজি ও আর্টস) পরীক্ষাও ১ মার্চ শুরু হয়েছে৷ চলবে ৩০ মার্চ পর্যন্ত৷

সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা জানান, এবার পরীক্ষার্থীদের খাতা নির্ভলভাবে মূল্যায়ন করার জন্য বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ আগামী ২৮ থেকে ৩০ মার্চ এই তিনদিন নজরুল কলাক্ষেত্রে উভয় পরীক্ষার খাতা মূল্যায়নকারী শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে৷ প্রায় ৩৫০০ জন শিক্ষক-শিক্ষিকা এবার পরীক্ষার খাতার মূল্যায়নের কাজে নিযুক্ত থাকবেন৷ আগামী ২৪ এপ্রিল থেকে খাতার মূল্যায়ণের কাজ শুরু হবে৷ ১০ জনের মধ্যে সব পরীক্ষার ফলাফল ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে৷

এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পর্ষদ সচিব ড. স্বপন কুমার পোদ্দার, উপ-সচিব প্রদীপ সেনগুপ্ত, বিক্রমজিৎ দেববর্মা ও সুুভাশীষ চৌধুরী৷

এদিকে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিকের আজ বাংলা/ হিন্দি/ ককবরক/ মিজো এবং ফাজিল আর্টস-বাংলা ও ফাজিল থিওলজি-বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ রাজ্যের মোট ৫৯টি (উপকেন্দ্র সহ ৮১টি) উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সবকয়টি পরীক্ষাকেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিল৷ আজকের এই পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য কোনও পরীক্ষার্থীকে বহিস্কার করার সংবাদ পাওয়া যায়নি৷ অবশ্য সব পরীক্ষাকেন্দ্রের সব তথ্য এই সংবাদ প্রেরণ করা পর্যন্ত পাওয়া যায়নি৷

আজকের এই পরীক্ষায় পর্ষদ সভাপতি বাণীবিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়, সুুখময় উচ্চতর বিদ্যালয়, নতুননগর উচ্চতর বিদ্যালয়, রামনগর উচ্চতর বিদ্যালয়, উমাকান্ত একাডেমী (ইংলিশ মিডিয়াম), শিশুবিহার উচ্চতর বিদ্যালয় এবং পর্ষদের একজন উপসচিব বিশালগড় উচ্চতর বিদ্যালয়, অফিসটিলা উচ্চতর বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *