টেট পরীক্ষায় অন্তর্ভূক্ত কক্বরক বিষয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ টেট পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়েছে কক্বরক বিষয়৷ শিক্ষক নিয়োগে টেট-১ এবং টেট-২ পরীক্ষায় জনজাতি পরীক্ষার্থীরা এখন থেকে বাংলা বিষয়ের বদলে কক্বরক বিষয় নিয়ে পরীক্ষা দিতে পারবেন৷ বৃহস্পতিবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


টেট পরীক্ষায় পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়৷ ৩০ নম্বর করে মোট ১৫০ নম্বরের পরীক্ষা হয়৷ এর মধ্যে ভাষা বিষয়ে এতদিন ছিল শুধু ইংরেজী ও বাংলা৷ এখন থেকে বাংলার বদলে কক্বরক বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে৷ জনজাতি অংশের পরীক্ষার্থীরা যদি মনে করেন তাঁরা বাংলা বিষয়ে পরীক্ষা দেবেন না৷ তাহলে তাঁরা কক্বরক বিষয় বাছাই করতে পারবেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, রাজ্যের জনজাতিদের ভাবাবেগের কথা চিন্তায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে জনজাতি অংশের পরীক্ষার্থীরা উপকৃত হবেন বলে তিনি মনে করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *