নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ সড়ক দুর্ঘটনায় জনৈক গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা সংঘটিত হয়েছে আজ বুধবার সকালে তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক সংলগ্ন ৩৫ মাইল এলাকা। মৃত গাড়ি চালককে শ্যামল শর্মা বলে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, অভিশপ্ত গাড়িতে আরও পাঁচজন আরোহী ছিলেন। তাঁরা প্রত্যেকেই গুরুতরভাবে আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ফলে জাতীয় সড়কের বেশ কিছু জায়গা বিপজ্জনক হয়ে ওঠে। বৃষ্টি-ভেজা সকালে পাঁচ যাত্রী নিয়ে টাটা সাফারিটি নিয়ে চালক শ্যামল যাচ্ছিলেন তলিয়ামুড়ার জাতীয় সড়ক ধরে। কিন্তু তেলিয়ামুড়ার ৩৫ মাইল এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টাটা সাফারি নিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যান শ্যামল শর্মা। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক শ্যামল শর্মা মারা যান।
খবর যায় তেলিয়ামুড়া থানায়। ছুটে আসে পুলিশ। অগ্নিনির্বাপক বাহিনী এবং স্থানীয়দের সহায়তায় খাদে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে চালক শ্যামল শর্মা-সহ অন্য আরোহীদে উদ্ধার করে পুলিশ। তাঁরা তড়িঘড়ি আহতদের হাসপাতালে নিয়ে ভরতি করেন। অন্যদিকে নিহত গাড়ি চালকের মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়না তদন্ত শেষে বিকেলের দিকে শ্যামলের মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।