দুবাই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : আজ বুধবার দুবাইতে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির ত্রৈমাসিক বৈঠক শুরু হচ্ছে। বিশ্বকাপে ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে জটিলতা দেখা দিয়েছে, তা নিয়ে মূলত আলোচনা হবে বলে জানা গিয়েছে। ভারতের মাটিতে লাগাতার সন্ত্রাসবাদী হামলা ও সম্প্রতি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে বিস্ফোরণ ঘটনার পরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটমহলে নানা জল্পনা শুরু হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বৈঠকে নিজেদের যুক্তি-পরিকল্পনা সাজাতে শুরু করেছে। বিশ্বকাপের এই ম্যাচ ঘিরেই এখন চরম অনিশ্চয়তা। এদিকে ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে এই ম্যাচ বয়কটের ডাক দেওয়া হয়েছে। এমনকী, আইসিসির কাছে এই নিয়ে চিঠিও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এত সহজে ভারতের হুমকি হজম করবে না বলছে পিসিবি। বরং আইসিসির সামনে তারাও পাল্টা দেওয়ার ছক সাজাচ্ছে।
পাক ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান এহসান মানি, এমডি ওয়াসিম খান ও সিওও সুভান আহমেদ আলোচনাসভায় অংশ নেবেন। আগামী শুক্রবার ও শনিবার গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ বোর্ড মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে বিসিসিআই কর্তারা আইসিসির কাছে পাকিস্তানকে বয়কট করার ডাক দিতে পারেন। ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে বিসিসিআই সন্ত্রাসবাদের দেশগুলোর উপর থেকে অবিলম্বে সমর্থন তুলে নেওয়া উচিত বলেও দাবি জানিয়েছে। তবে সেই চিঠিতে কোনও জায়গায় পাকিস্তানের নাম উল্লেখ করেনি বিসিসিআই। নাম না করেই কার্যত ইমরান খানের দেশকে বিদ্ধ করেছে ভারতীয় বোর্ড।
এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ে ভারতের প্রতিনিধি হিসেবে থাকবেন সিইও রাহুল জোহরি, ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি। তবে এরই মধ্যে বিসিসিআইয়ের দাবির পাল্টা দেওয়ার কথা জানিয়ে রেখেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়ে রেখেছেন, ”আমাদের পরিকল্পনা খুব সহজ। আমরা একটাই মাত্র প্রশ্ন করতে চাই। এই ব্যাপারে শুরু থেকেই পাকিস্তানের অবস্থান স্পষ্ট। ১৬ জুনের ম্যাচে ভারত ওয়াকওভার দিতে চাইলে দিক। এতে আমাদের কিছু করার নেই। কিন্তু আমাদের প্রশ্ন, এরপর টুর্নামেন্টের নক-আউট পর্বে যদি ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, তখন আবার সিদ্ধান্ত কী হবে?”