BRAKING NEWS

গোটা বিশ্ব ভারতের ক্ষমতা দেখেছে, বীর জওয়ানদের কুর্নিশ জানাই : প্রধানমন্ত্রী

চুরু (রাজস্থান), ২৬ ফেব্রুয়ারি (হি.স.): গোটা বিশ্ব এখন ভারতের শক্তি দেখেছে। প্রধান সেবক হিসেবে সেই সকল বীরদের কুর্নিশ জানাই। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বায়ুসেনার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর রাজস্থানের চুরুর জনসভায় এমন ভাষায় বীর জওয়ানদের কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জনসভায় সাধারণ মানুষের উচ্ছাস লক্ষ্য করে প্রধানমন্ত্রী নিজের ভাষণের শুরুতে বলেন, ‘আজ আপনাদের শরীরী ভাষা অন্যরকম লাগছে। আমি আপনাদের এই উচ্ছাসের কারণ বুঝতে পারছি। আজ গোটা বিশ্ব ভারতের ক্ষমতা দেখেছে। চুরুর এই ভূমি থেকে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, নিরাপদ ও দায়িত্ব সম্পন্ন হাতেই দেশ সুরক্ষিত। সেই সকল বীর জওয়ানদের কুর্নিশ জানাই। দেশের থেকে বড় অন্য কিছু নয়। প্রতিজ্ঞা করছি দেশমাতার মাথা কখন নত হতে দেব না।’

সাধারণ মানুষদের কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের ভোটের ফলেই ২০১৪ সালে শক্তিশালী সরকার গঠন হয়েছিল। যার জেরে এই কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। যারা কেন্দ্রে দুর্বল সরকারের পক্ষে সওয়াল করছে আপনাদের ভোট তাদের যোগ্য জবাব দেবে। আর ফের কেন্দ্রে বিজেপি শক্তিশালী সরকার গঠন করবে।’ এদিনের জনসভায় রাজস্থানের কংগ্রেসের সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, এখন গোটা দেশের কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার ফলে উপকৃত হয়েছে। কিন্তু রাজস্থানের কৃষকেরা এর থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ কৃষকদের যে তালিকা রাজস্থান সরকারের কাছে চাওয়া হয়েছিল তা তারা কেন্দ্রকে দেয়নি। একই ভাবে রাজ্যের কংগ্রেস সরকারের জন্য সাধারণ মানুষকে আয়ুষ্মান ভারতের জন্য বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রের জনমুখী পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত দশ বছরে ৭.৫ লক্ষ কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে তার কৃষকেরা সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারছে।
প্রসঙ্গত, পুলওয়ামা হামলার ১২দিন পর, মঙ্গলবার ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান| জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে নিক্ষেপ করা হয় ১০০০ কেজি ওজনের বোমা| নিয়ন্ত্রণ রেখার ওপারে প্রায় ৮০ কিলোমিটার পেরিয়ে পাকিস্তানের বালাকোট, চাকোটি এবং মুজাফফরাবাদে অবস্থিত জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *